বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮ ০০:০০ টা

বিদায়ের পথে মুস্তাফিজের মুম্বাই

ক্রীড়া প্রতিবেদক

বিদায়ের পথে  মুস্তাফিজের মুম্বাই

সুপার ফোরে খেলতে জিততে হতো মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্সকে। জিততে হতো বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও। দুই দলের জানবাজির লড়াইয়ে খেলেননি ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ। জিতেছেন বিরাট কোহলি। ১৪ রানে ম্যাচ জিতে সুপার ফোরের রাস্তায় উঠে এসেছে বেঙ্গালুরু। আর টানা ছয় হারে সুপার ফোর অনিশ্চিত হয়ে পড়েছে মুম্বাইয়ের। ম্যাচে মুস্তাফিজকে না খেলানোয় সমালোচনার ঝড় বইছে চারিদিকে।   

টসে হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬৭ রান করে বেঙ্গালুরু। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন  ওপেনার মানান ভোহরা মাত্র ৩১ বলে। সাবেক কিউই অধিনায়ক  ব্রেন্ডন ম্যাককুলাম ৩৭ রান করেন মাত্র ২৫ বলে ৪ চারে। কোহলি ৩২ রান করেন ২৬ বলে। মুস্তাফিজবিহীন মুম্বাইয়ের সফল বোলার ছিলেন হার্দিক পান্ডিয়া। হ্যাটট্রিকের আশা জাগিয়ে ২৮ রানে নেন ৩ উইকেট। ১৬৮ রানের টার্গেটে ১৫৩ রানের বেশি করতে পারেনি মুম্বাই। মুস্তাফিজকে না খেলানোর সমালোচনার জবাবে দলটির বোলিং কোচ শেন বন্ড বলেন, ‘আমি মনে করি মুস্তাফিজকে না নেওয়াটা আমাদের ভুল ছিল। তবে শেষের দিকে বেন কাটিং যদি এসে তিন বলে তিনটি ছয় মারতো, তাহলে হয়তো আমাদের এই আলোচনা করতে হতো না। সুতরাং আমার দল নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই একেবারেই।’

সংক্ষিপ্ত স্কোর

বেঙ্গালুরু : ১৬৭/৭ (২০ ওভার), মুম্বাই : ১৫৩/৭ (২০ ওভার), বেঙ্গালুরু ১৪ রানে জয়ী।

সর্বশেষ খবর