মঙ্গলবার, ১৫ মে, ২০১৮ ০০:০০ টা

বর্ষসেরা নেইমার

ক্রীড়া ডেস্ক

ইনজুরির কারণে মৌসুমের অনেকটা সময়ই মাঠের বাইরে ছিলেন তিনি। তবে লিগ ওয়ান কিংবা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির যে সাফল্য তার বেশিরভাগই নেইমারের অবদান। বিশেষ করে শুরুর দিকে নেইমারের কাছেই হার হয়েছিল লিগ ওয়ানের প্রতিপক্ষদের। তার দুরন্তপনাই আরও একবার লিগ ওয়ান জয়ের পথে এগিয়ে দিয়েছিল পিএসজিকে। এসব বিবেচনায় নিয়েই নেইমারকে মৌসুমের সেরা তারকার পুরস্কার দিয়েছে লিগ ওয়ান কর্তৃপক্ষ। রবিবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নেইমারের হাতে বর্ষসেরা লিগ ওয়ান তারকার পুরস্কার তুলে দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো। গত আগস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরোতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে আসেন নেইমার। তবে গত ফেব্রুয়ারিতে ডান পায়ের পাতার হাড় ভেঙে গেলে মাঠের বাইরে ছিটকে যান তিনি। এমনকি বিশ্বকাপ খেলা নিয়েও দেখা দেয় সংশয়। তবে এরই মধ্যে অনুশীলনে ফিরেছেন তিনি। ইনজুরিতে আক্রান্ত হওয়ার আগেই নেইমার লিগ ওয়ানে ২০ ম্যাচ খেলে করেছিলেন ১৯ গোল। সতীর্থদের দিয়েও বেশ কয়েকটি গোল করিয়েছেন তিনি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর