শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফাইনালে সেরেনা, প্রতিপক্ষ জাপানের ওসাকা

ক্রীড়া ডেস্ক

ফাইনালে সেরেনা, প্রতিপক্ষ জাপানের ওসাকা

অলিম্পিয়ার মা হওয়ার পর সেরেনা উইলিয়ামস টেনিস কোর্টে ফিরে এলেও নিজেকে খুঁজে পাচ্ছিলেন না। একের পর এক ব্যর্থতায় কি হতাশ হয়ে পড়েছিলেন সেরেনা! অবসরের গুঞ্জনও তো কম ওঠেনি। কিন্তু সেরেনা উইলিয়ামস নীরবেই প্রস্তুতি নিচ্ছিলেন। মা হওয়ার পর প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের লক্ষ্যে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলেছিলেন তিনি। প্রমাণটা দিলেন ইউএস ওপেনে। র‌্যাঙ্কিংয়ে সেরা তারকাদের পেছনে ফেলে উঠে এসেছেন ফাইনালে।

সেরেনা বড়বোন ভেনাসকে হারিয়েছিলেন কিছুদিন আগে। এই ইউএস ওপেনেই। এরপর একে একে অনেককেই হারিয়েছেন সেরেনা উইলিয়ামস। এবার সেমিফাইনালে বলতে গেলে উড়িয়েই দিলেন লাটভিয়ার প্রতিপক্ষ আনাস্তাসিয়া সেবাস্তোভাকে। ৬-৩, ৬-০ গেমে জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস। এই জয়ে ২৪তম গ্র্যান্ডস্লাম জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেলেন তিনি। স্টেফি গ্রাফকে আগেই পেছনে ফেলেছেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। এবার সামনে কেবল জাপানের নাওমি ওসাকা। এশিয়ার দ্বিতীয় মেয়ে হিসেবে জাপানি মেয়ে ওসাকা কোনো গ্র্যান্ডস্লাম ফাইনাল নিশ্চিত করলেন। তার আগে কেবল লি নাই গ্র্যান্ডস্লাম ফাইনাল খেলেছেন এবং জিতেছেনও। সেমিফাইনালে এই জাপানি তারকা যুক্তরাষ্ট্রের মেডিসন কেইসকে হারিয়েছেন ৬-২, ৬-৪ গেমে। অবশ্য নাওমি ওসাকাও সেরেনার জন্য কম ভয়ঙ্কর নন। এই তো কিছুদিন আগে মিয়ামি মাস্টার্সে সেরেনাকে হারিয়েছেন জাপানি এই তরুণী। দুজনের মধ্যে ওটাই ছিল একমাত্র সাক্ষাৎ। দ্বিতীয় সাক্ষাতেই দুজন মুখোমুখি হচ্ছেন একটা গ্র্যান্ডস্লাম ফাইনালে! নাওমি ওসাকার সামনে সুযোগ প্রথম জাপানি মেয়ে হিসেবে গ্র্যান্ডস্লাম জয়ের গৌরব অর্জনের। অন্যদিকে মা হিসেবে সেরেনা উইলিয়ামসের প্রথম শিরোপা জয়ের হাতছানি। কিম ক্লাইস্টার্সরা অবশ্য মা হিসেবে গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড গড়েছেন বহু আগেই। দেখা যাক, তাদের সারিতে এবার নিজের নাম লেখাতে পারেন কিনা উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে! এদিকে ইউএস ওপেনে পুরুষ এককের সেমিফাইনালে ভোরে মুখোমুখি হয়েছেন রাফায়েল নাদাল ও হুয়ান মার্টিন দেল পুত্রো। অন্য সেমিফাইনালে মুখোমুখি হয়েছেন জাপানের কেই নিশিকুরি এবং সার্বিয়ার নোভাক জকোভিচ।

সর্বশেষ খবর