বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ব্যাঙ্কসের বিদায়ে পেলের কান্না

ক্রীড়া ডেস্ক

ব্যাঙ্কসের বিদায়ে পেলের কান্না

ব্যাঙ্কসের চলে যাওয়ায় বিমূঢ় হয়ে পড়েছেন সর্বকালের সেরা ফুটবলার। প্রিয় বন্ধুর বিদায়ে ৭৬ বছর বয়সী বিমর্ষ পেলে টুইটারে লিখেছেন, ‘আজ আমার হৃদয় ভারাক্রান্ত। বন্ধু তুমি শান্তিতে থাকো। আর একটা কথা আবারও বলব। আমার বন্ধু ছিল সেই গোলকিপার, যার হাতে জাদু ছিল। তার উপরে আরও একটা ব্যাপার ছিল। তুমি ছিলে সুন্দর এক মানুষ।’ ববি মুর, ববি চার্লটন, জিওফে হার্স্টদের সঙ্গে ‘থ্রি লায়ন’ জার্সি পরে ফুটবল খেলেছেন ১৯৬৩ থেকে ১৯৭২ সাল পর্যন্ত। এই নয় বছরে জাতীয় দলের জার্সিতে খেলেছেন ৭৩টি ম্যাচ। নয় বছরের ক্যারিয়ারে বহু নিশ্চিত গোল বাঁচিয়েছেন বহুবার। কিন্তু তিনি অমরত্ব পেয়েছেন বিশ্বকাপের অবিশ্বাস্য ওই গোল রক্ষায়। ব্যাঙ্কস স্বয়ং বলেছেন, ‘বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের সদস্য হিসেবে নয়, আমাকে বিশ্ব মনে রাখবে একটা মাত্র সেভের জন্য।’ অবিশ্বাস্য সেই গোল বাঁচানো প্রসঙ্গে পেলে বলেন, ‘অধিকাংশ মানুষের স্মৃতিতে অমর হয়ে আছে ব্যাঙ্কসের সেই অবিশ্বাস্য গোল রক্ষা। সত্যি বলতে, তার পরে হাজার ম্যাচ দেখার পরও আমার চোখে সেটাই ছিল অন্যতম সেরা সেভ।’ গর্ডন ব্যাঙ্কস যখন ইংল্যান্ডের পক্ষে খেলতেন, তখন রাশিয়ার গোলবার আগলাতেন লেভ ইয়াসিন। একই সময় মেক্সিকোর হয়ে বিশ্ব মাতাচ্ছেন কার্বাজল।

সর্বশেষ খবর