মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রিয়ালের বিতর্কিত জয়

ক্রীড়া ডেস্ক

রিয়ালের বিতর্কিত জয়

লেভান্তের বিপক্ষে এই মৌসুমেই স্প্যানিশ লা লিগার ম্যাচে নিজেদের মাঠে ২-১ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে পরাজয়ের একটা প্রতিশোধ নিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। গত রবিবার তারা লেভান্তের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে বাড়ি ফিরেছে। কিন্তু এ জয়ে কলঙ্ক লেগে রইল। লেভান্তের ক্ষেত্রে ভিএআরের সাহায্য নিতেই রাজি হননি রেফারি। নিশ্চিত একটা পেনাল্টি পেতে পারতো তারা। অন্যদিকে ভিএআরের সাহায্য নিয়ে দু দুটো   পেনাল্টি দিলেন রিয়াল মাদ্রিদকে। তাছাড়া শেষদিকে দুই দলের দুইজন লাল কার্ড পাওয়াতে ম্যাচটায় উত্তেজনা ছড়ায় আরও অনেক বেশি। ম্যাচের ২১তম মিনিটে হোসে মোরালেস রিয়াল মাদ্রিদের ডি বক্সে কারভাহালের ধাক্কায় পড়ে যান। কিন্তু রেফারি এটাকে পেনাল্টি দেওয়ার মতো যোগ্য মনে করেননি। এমনকি ভিএআরের সাহায্যও নেননি। অথচ ভিডিও রিপ্লেতে বার বারই দেখাচ্ছিল, এটা পেনাল্টি দেওয়ার মতোই আপিল ছিল। বিপরীতে করিম বেনজেমা (৪৩) ও গেরেথ বেলে (৭৮) দুটি গোল করেন ভিএআরের সাহায্যে পাওয়া পেনাল্টি থেকে। অবশ্য মাঝখানে রজার মাত্রির গোলে (৬০) সমতায় ফিরেছিল লেভান্তে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর