রবিবার, ২৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা
ওয়ানডে : ৩১ বলে সেঞ্চুরি

ভয়ঙ্কর ভিলিয়ার্স

ভয়ঙ্কর ভিলিয়ার্স

৩১ বলে সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। এখন পর্যন্ত আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এটিই দ্রুততম সেঞ্চুরি। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জোহানেসবার্গে এই কীর্তি গড়েন এই প্রোটিয়ার তারকা। ওই ম্যাচে ভিরিয়ার্স খেলেছিলেন ১৪৯ রানের ইনিংস। তার আগে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসনের দখলে। তিনিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কুইন্সটাউনে রেকর্ড গড়েছিলেন। সেটি ছিল ৩৬ বলে। তবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি সবচেয়ে বেশিদিন দখলে রেখেছিলেন পাকিস্তানের তারকা শহীদ আফ্রিদি। ১৯৯৬ সালে কেনিয়ার জিমখানা ক্লাব মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন।

এছাড়া ওয়ানডেতে মার্ক বাউচার ৪৪ বলে এবং ৪৫ বলে সেঞ্চুরি করেছিলেন ব্রায়ান লারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর