বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

তাসকিনের কান্না

ক্রীড়া প্রতিবেদক

তাসকিনের কান্না

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু যখন বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করছেন জনাকীর্ণ সাংবাদিক সন্মেলনে, তখন ড্রেসিং রুমে কান্নায় ভেঙে পড়েছেন ডান হাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। বাদ পড়ে মুষড়ে পড়া তাসকিনকে সান্ত্বনা দিচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফয়সাল হোসেন ডিকেন্স। তাসকিনের কান্নার ছবি এখন ভাইরাল! ২০১১ সালের বিশ্বকাপেও একই রকম ছবির মুখোমুুখি হয়েছিল দেশবাসী। সেবার ঘরের মাঠে বিশ্বকাপ। অথচ নির্বাচকদের খামখেয়ালিতে জায়গা পাননি বর্তমান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ না পেয়ে আট বছর আগে কান্নায় ভেঙে পড়েছিলেন মাশরাফি। সেই মাশরাফি গতবারের ন্যায় এবারও বিশ্বকাপের অধিনায়ক। আগামী মাসে শুরু বিশ্বকাপ। টাইগারদের স্কোয়াডে সুযোগ হয়নি গত বিশ্বকাপের ইমরুল কায়েস, মুমিনুল হক, এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম ও আরাফাত সানির। তাদের স্থলাভিষিক্ত নতুন ৬ ক্রিকেটার লিটন কুমার দাস, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান ও আবু জায়েদ রাহী।  ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের মতো ক্রিকেট পরাশক্তিকে পেছনে কোয়ার্টার ফাইনাল খেলেছিল বাংলাদেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর