বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
সাধারণ সম্পাদক পদে লড়াই

কিংবদন্তি সাদেকের প্রতিপক্ষ সাইদ

ক্রীড়া প্রতিবেদক

কিংবদন্তি সাদেকের প্রতিপক্ষ সাইদ

কিংবদন্তি খেলোয়াড় ও অভিজ্ঞ সংগঠক আবদুস সাদেক হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন তা আগেই নিশ্চিত ছিল। তিনি এই পদে মনোনয়ন জমাও দিয়েছেন। প্রশ্ন ছিল তার প্রতিদ্বন্দ্বীকে কে হবেন? কেননা একেএম মুমিনুল হক সাইদ ও আবদুস রশিদ সিকদার সাধারণ সম্পাদকের পাশাপাশি সহ-সভাপতি পদেও মনোনয়ন জমা দেন। তবে ক্রীড়ামোদীরা নিশ্চিত ছিলেন শেষ পর্যন্ত সাইদই সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন।

শেষ পর্যন্ত তাই হলো। রশিদ সিকদার সাধারণ সম্পাদক পদ থেকে নাম প্রত্যাহার করে এখন সহ-সভাপতি পদেই নির্বাচনী লড়াইয়ে অংশ নেবেন। অন্যদিকে সাইদ সহ-সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়ে সাধারণ সম্পাদকের প্রার্থী হয়েছেন। ২৯ এপ্রিল যে নির্বাচন হওয়ার কথা রয়েছে সেখানে হকির কিংবদন্তি সাদেক ও সাইদ সাধারণ সম্পাদক পদে লড়বেন। এই প্যানেলে আরও কিছু রদবদল হয়েছে। মাহবুব রিবন, নূরে আলম খোকন ও সারোয়ার হোসেন সদস্যপদ থেকে নাম প্রত্যাহার করে এখন সহ-সভাপতি পদে লড়বেন। হকির সাবেক তারকা খেলোয়াড় প্রতাপ শংকর হাজরা সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিলেও তিনি তা প্রত্যাহার করে নেন। অর্থাৎ প্রার্থী হিসেবে প্রতাপ লড়বে না। কামরুল ইসলাম কিসমত ও আনোয়ার সরকার সদস্য পদ থেকে নাম প্রত্যাহার করে যুগ্ম সম্পাদক পদে লড়বেন হাজী মো. হুমায়ুন সদস্য পদ থেকে সরে দাঁড়িয়ে লড়বেন কোষাধ্যক্ষ পদে।

সর্বশেষ খবর