বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

আট বছর পর সেমিতে নেই রোনালদো

ক্রীড়া ডেস্ক

লিগ কিংবা কাপের তুলনায় পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততেই বেশি পছন্দ করেন। নানান সময় এমন বক্তব্য তিনি নিজেই দিয়েছেন। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে শীর্ষ এই টুর্নামেন্টটা নাকি তার খুব আপন বলে মনে হয়। একেবারে নিজের! এর অবশ্য যথেষ্ট কারণও আছে। সেই ২০০৬-০৭ মৌসুম থেকে বেশির ভাগ সময় তিনি ফাইনাল অথবা সেমিফাইনাল খেলেছেন। ২০০৯-১০ মৌসুমেই কেবল সেমির আগে (শেষ ষোলো) বিদায় নিয়েছিলেন। এরপর থেকে অন্তত সেমিফাইনাল তো খেলেছেনই। এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ৫ বার। রানার্সআপ হয়েছেন একবার। কিন্তু দীর্ঘদিনের রেকর্ডটা এবার খসে পড়ল জুভেন্টাসে আসতেই। ম্যানইউ এবং রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জয় করে রোনালদো ইতালিয়ান জায়ান্টদের জার্সিতেও চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে এসেছিলেন। সিরি এ লিগ তিনি জয় করছেন ঠিকই। কিন্তু জুভেন্টাসের হয়ে অন্তত এই মৌসুমে আর চ্যাম্পিয়ন্স লিগ জেতা হচ্ছে না তার।

সর্বশেষ খবর