Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২৪ এপ্রিল, ২০১৯ ২৩:২৬

উৎসবের অপেক্ষায় বার্সা

ক্রীড়া ডেস্ক

উৎসবের অপেক্ষায় বার্সা
গোলের পর বার্সার দুই তারকা লুইস সুয়ারেজ ও চার্লস অ্যালেনার সেলিব্রেশন

লা লিগার ১০ম শিরোপা জয়ের উৎসবে মেতে ওঠার অপেক্ষায় প্রহর গুনছে বার্সাভক্তরা। গত মঙ্গলবার রাতে অ্যালাভেসকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। গোল করেছেন চার্লস অ্যালেনা এবং লুইস সুয়ারেজ। এই জয়ে শিরোপার পথ অনেকটাই পরিষ্কার হয়ে যায় কাতালানদের। ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৮০। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা অ্যাটলেটিকোর সংগ্রহ ৬৮ পয়েন্ট। গত রাতে অ্যাটলেটিকো ভ্যালেন্সিয়ার কাছে হেরে থাকলে বার্সেলোনার ২৬ নম্বর লা লিগা শিরোপা নিশ্চিত হয়ে গেছে। আর অ্যাটলেটিকো জয় পেয়ে থাকলে আরও একটা ম্যাচ জিততে হবে বার্সাকে। হাতে আছে চার ম্যাচ। কোচ ভালভার্দে অবশ্য অন্যের জয়-পরাজয়ের হিসেব দিয়ে নিজেদের জয় উদযাপন করতে রাজি নন। তিনি বলেন, ‘লোকে বলে, আমাদের লিগ জয় নিশ্চিত হয়ে গেছে। আমি বলি, জয় কেবল মাঠেই অর্জন করা সম্ভব।’ সে হিসেবে আরও একটা ম্যাচ জিতলেই শিরোপা উৎসবে মেতে ওঠবে কাতালানরা। বার্সেলোনা পরের ম্যাচ খেলতে নামবে লেভান্তের বিপক্ষে। এবার শিরোপা জিতেও অবশ্য রিয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে থাকবে বার্সেলোনা। লস ব্ল্যাঙ্কোসরা ৩৩ বার লা লিগা জয় করেছে।


আপনার মন্তব্য