বুধবার, ১ মে, ২০১৯ ০০:০০ টা

বদলে যাচ্ছে টাইগারদের জার্সি!

একদিন আগে টাইগারদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়েছে। আইসিসির কাছ থেকে নতুন জার্সির অনুমোদনও নেওয়া হয়েছে। এবার দুই সেট জার্সি বানানো হয়েছে। একসেট সবুজ আরেকসেট লাল, পতাকার দুই রঙ। কিন্তু সবুজ রঙের জার্সিতে লাল রঙ না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ আবার প্রশংসাও করেছেন। জার্সি নিয়ে যেন বিভাজন তৈরি হয়ে যায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তাই সমর্থকদের কথা চিন্তা করে জার্সিতে পরিবর্তন আনা হচ্ছে। ইতিমধ্যে পুনরায় আইসিসির অনুমোদনও নেওয়া হয়েছে। তবে খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই। তাই দুই হাতায় এবং বুকে লাল দেওয়া হচ্ছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আইসিসি অনুমোদন দিয়েছে। জার্সিতে লাল রং থাকছে এখন। তবে ডিজাইনে পরিবর্তন নেই। সবুজ জার্সির হাতা এবং বুকে বাংলাদেশ লেখার ব্যাকগ্রাউন্ডে লাল থাকছে। আমরা আগেই চেয়েছিলাম জার্সিতে লাল থাকুক। কিন্তু আইসিসি বলেছে লালটা বাদ দিয়ে সাদা দিতে। কারণ সাদা-তে নাকি টেলিভিশনে ছবি ভালো আসে। সে কারণেই লাল বাদ দেওয়া হয়েছিল। পরে আমরা দেশের পরিস্থিতির কথা আবার জানিয়েছে, আইসিসি অনুমোদন দিয়েছে।’

সর্বশেষ খবর