মঙ্গলবার, ৭ মে, ২০১৯ ০০:০০ টা

চার টিম মেকার

ক্রীড়া প্রতিবেদক

চার টিম মেকার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয়পর্ব মাঠে গড়াচ্ছে বৃহস্পতিবার। উদ্বোধনী দিনে চার জেলায় চার ম্যাচ অনুষ্ঠিত হবে। যা ঘরোয়া ফুটবলে নতুনত্বই বলা যায়। নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস ও শেখ জামাল ধানমন্ডির ম্যাচ। নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে ঢাকা আবাহনী লড়বে নোফেল স্পোর্টিংয়ের বিপক্ষে। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হবে। সিলেট জেলা স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়াচক্রের প্রতিপক্ষ আরামবাগ। বসুন্ধরা কিংস ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। একমাত্র তারাই কোনো ম্যাচে হারেনি। ঢাকা আবাহনী ১২ ম্যাচে ৩০ পয়েন্টে দ্বিতীয়, শেখ রাসেল ২৭ পয়েন্টে তৃতীয় ও সাইফ স্পোর্টিং ২৩ পয়েন্টে টপ ফোরে অবস্থান করছে। বাকি ৯ দলের যে অবস্থান তাদের পক্ষে শিরোপা লড়াইয়ে ফিরে আসা অসম্ভবই বলা যায়। প্রথম পর্বে অপরাজিতভাবে শীর্ষে থাকলেও বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হবে তা নিশ্চিত নয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনী চেয়ে ৪, শেখ রাসেল ৭ ও সাইফের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছে। দ্বিতীয় পর্বেও ১২টি করে ম্যাচ। সুতরাং অবস্থান ওলট-পালটের শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। দ্বিতীয় পর্বে অবস্থান মজবুত করতে শীর্ষে থাকা চার দলই নতুন বিদেশি ও দেশি খেলোয়াড় সংগ্রহ করেছে। বসুন্ধরা উড়িয়ে এনেছে আই লিগে চার্চিল ব্রাদার্সের হয়ে খেলা ত্রিনিদাদ  অ্যান্ড টোবাগোর উইলিস ডিওন প্লাজাকে। ঢাকা আবাহনীতে এসেছে ব্রাজিলের ওয়েলিংটন। শেখ রাসেলে এসেছে ইউক্রেনের ভ্যালরি রিশারাকে। সাইফে উজবেকিস্তানের ওটাবেক জকিরভ, ব্রাজিলের আল সান্দ্রে পাদোভানি খেলবে। নতুন না এলেও দৃষ্টি থাকবে ড্যানিয়েল কলিনড্রেস, সানডে চিজোবা, আলিশের আজিজভ ও জামাল ভূঁইয়ার দিকে। মূলত  শীর্ষ চার দলে এরাই টিম মেকার। এরা জ্বলে উঠা মানেই প্রতিপক্ষরা চাপে থাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর