বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয়পর্ব মাঠে গড়াচ্ছে বৃহস্পতিবার। উদ্বোধনী দিনে চার জেলায় চার ম্যাচ অনুষ্ঠিত হবে। যা ঘরোয়া ফুটবলে নতুনত্বই বলা যায়। নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস ও শেখ জামাল ধানমন্ডির ম্যাচ। নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে ঢাকা আবাহনী লড়বে নোফেল স্পোর্টিংয়ের বিপক্ষে। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হবে। সিলেট জেলা স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়াচক্রের প্রতিপক্ষ আরামবাগ। বসুন্ধরা কিংস ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। একমাত্র তারাই কোনো ম্যাচে হারেনি। ঢাকা আবাহনী ১২ ম্যাচে ৩০ পয়েন্টে দ্বিতীয়, শেখ রাসেল ২৭ পয়েন্টে তৃতীয় ও সাইফ স্পোর্টিং ২৩ পয়েন্টে টপ ফোরে অবস্থান করছে। বাকি ৯ দলের যে অবস্থান তাদের পক্ষে শিরোপা লড়াইয়ে ফিরে আসা অসম্ভবই বলা যায়। প্রথম পর্বে অপরাজিতভাবে শীর্ষে থাকলেও বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হবে তা নিশ্চিত নয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনী চেয়ে ৪, শেখ রাসেল ৭ ও সাইফের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছে। দ্বিতীয় পর্বেও ১২টি করে ম্যাচ। সুতরাং অবস্থান ওলট-পালটের শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। দ্বিতীয় পর্বে অবস্থান মজবুত করতে শীর্ষে থাকা চার দলই নতুন বিদেশি ও দেশি খেলোয়াড় সংগ্রহ করেছে। বসুন্ধরা উড়িয়ে এনেছে আই লিগে চার্চিল ব্রাদার্সের হয়ে খেলা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর উইলিস ডিওন প্লাজাকে। ঢাকা আবাহনীতে এসেছে ব্রাজিলের ওয়েলিংটন। শেখ রাসেলে এসেছে ইউক্রেনের ভ্যালরি রিশারাকে। সাইফে উজবেকিস্তানের ওটাবেক জকিরভ, ব্রাজিলের আল সান্দ্রে পাদোভানি খেলবে। নতুন না এলেও দৃষ্টি থাকবে ড্যানিয়েল কলিনড্রেস, সানডে চিজোবা, আলিশের আজিজভ ও জামাল ভূঁইয়ার দিকে। মূলত শীর্ষ চার দলে এরাই টিম মেকার। এরা জ্বলে উঠা মানেই প্রতিপক্ষরা চাপে থাকা।
শিরোনাম
- শরীরে ‘ইসলামিক’ ট্যাটু করা কি জায়েজ
- খেলাধুলার মানোন্নয়নে ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা
- পর্যটনের স্বপ্ন ফাইলেই বন্দি
- স্বস্তির জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটের মঞ্চে রিয়াল
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
চার টিম মেকার
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর