বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে অভিজ্ঞ দলগুলোর একটি বাংলাদেশ। দলের পাঁচ ক্রিকেটার- অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ড্যাসিং ওপেনার তামিম ইকবাল, উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও ‘ব্যাটিং শিল্পী’ মাহমুদুল্লাহ রিয়াদ একত্রে ওয়ানডে খেলেছেন ৯৮০টি। পাঁচ সিনিয়র ব্যাটসম্যানের মোট রান ২৩৪০০! এই পাঁচ তারকা ক্রিকেটারকে ঘিরেই বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। পাঁচ ক্রিকেটার গত এক দশক ধরে যে ধারাবাহিক পারফরম্যান্স করছেন, তাতে স্বপ্ন দেখতেই পারে জাতি। শুধু পাঁচ ক্রিকেটারের ওপর ভর করেই কি স্বপ্ন পূরণ সম্ভব? টাইগার কোচ স্টিভ রোডস পাঁচ সিনিয়র ক্রিকেটারের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট। আয়ারল্যান্ডে তিন জাতির টুর্নামেন্টে মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক-মাহমুদুল্লাহদের সঙ্গে পাল্লা দিয়ে পারফরম্যান্স করেছেন মোসাদ্দেক- লিটন-সৌম্য সরকাররা। ডাবলিনে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের ২১০ রান তাড়া করতে নেমে ধুন্ধুমার ব্যাটিং করেন মোসাদ্দেক । ২৭ বলে ৫ ছক্কায় ম্যাচ জেতানো ৫২ রানের হার না মানা ইনিংস খেলেন মোসাদ্দেক। ফাইনালে বাঁ হাতি ড্যাসিং ওপেনার সৌম্য ৬৬ রানের ইনিংস খেলে চ্যাম্পিয়ন হওয়ার ভিত গড়ে দেন। গোটা টুর্নামেন্টে দারুণ ব্যাটিং করেছেন সৌম্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালসহ তিন ম্যাচের সবগুলোতে হাফসেঞ্চুরি করেন। তিন ইনিংসে তার রান ৬৬, ৫৪ ও ৭৩। এবারের বিশ্বকাপে অন্যতম ‘চমক’ হতে পারেন ৪৪ ওয়ানডেতে ১৪৫৭ রান করা সৌম্য। বাঁ হাতি ওপেনার আবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলবেন। ২০১৫ সালে ৬ ম্যাচে ১৭৫ রান করেছিলেন। আরেক তরুণ ব্যাটসম্যান সাব্বির রহমানও ভরসা জোগাচ্ছেন কোচ রোডসকে। ২৭ বছর বয়সী সাব্বির দ্বিতীয়বার খেলবেন বিশ্বকাপ। লিটন দাস প্রথমবার খেলছেন। তিন জাতির টুর্নামেন্টে একটি ম্যাচ খেলে রান করেছেন ৭৬। মিডল অর্ডারে নিয়মিত রান করছেন মোহাম্মদ মিথুন। এছাড়া বোলিংয়ে তরুণ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন ধারাবাহিকভাবে ভালো বোলিং করছেন। সব মিলিয়ে পাঁচ সিনিয়রের পাশাপাশি দারুণ ছন্দে রয়েছেন তরুণ ক্রিকেটাররাও।
শিরোনাম
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
তরুণদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত রোডস
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর