বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে অভিজ্ঞ দলগুলোর একটি বাংলাদেশ। দলের পাঁচ ক্রিকেটার- অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ড্যাসিং ওপেনার তামিম ইকবাল, উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও ‘ব্যাটিং শিল্পী’ মাহমুদুল্লাহ রিয়াদ একত্রে ওয়ানডে খেলেছেন ৯৮০টি। পাঁচ সিনিয়র ব্যাটসম্যানের মোট রান ২৩৪০০! এই পাঁচ তারকা ক্রিকেটারকে ঘিরেই বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। পাঁচ ক্রিকেটার গত এক দশক ধরে যে ধারাবাহিক পারফরম্যান্স করছেন, তাতে স্বপ্ন দেখতেই পারে জাতি। শুধু পাঁচ ক্রিকেটারের ওপর ভর করেই কি স্বপ্ন পূরণ সম্ভব? টাইগার কোচ স্টিভ রোডস পাঁচ সিনিয়র ক্রিকেটারের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট। আয়ারল্যান্ডে তিন জাতির টুর্নামেন্টে মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক-মাহমুদুল্লাহদের সঙ্গে পাল্লা দিয়ে পারফরম্যান্স করেছেন মোসাদ্দেক- লিটন-সৌম্য সরকাররা। ডাবলিনে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের ২১০ রান তাড়া করতে নেমে ধুন্ধুমার ব্যাটিং করেন মোসাদ্দেক । ২৭ বলে ৫ ছক্কায় ম্যাচ জেতানো ৫২ রানের হার না মানা ইনিংস খেলেন মোসাদ্দেক। ফাইনালে বাঁ হাতি ড্যাসিং ওপেনার সৌম্য ৬৬ রানের ইনিংস খেলে চ্যাম্পিয়ন হওয়ার ভিত গড়ে দেন। গোটা টুর্নামেন্টে দারুণ ব্যাটিং করেছেন সৌম্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালসহ তিন ম্যাচের সবগুলোতে হাফসেঞ্চুরি করেন। তিন ইনিংসে তার রান ৬৬, ৫৪ ও ৭৩। এবারের বিশ্বকাপে অন্যতম ‘চমক’ হতে পারেন ৪৪ ওয়ানডেতে ১৪৫৭ রান করা সৌম্য। বাঁ হাতি ওপেনার আবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলবেন। ২০১৫ সালে ৬ ম্যাচে ১৭৫ রান করেছিলেন। আরেক তরুণ ব্যাটসম্যান সাব্বির রহমানও ভরসা জোগাচ্ছেন কোচ রোডসকে। ২৭ বছর বয়সী সাব্বির দ্বিতীয়বার খেলবেন বিশ্বকাপ। লিটন দাস প্রথমবার খেলছেন। তিন জাতির টুর্নামেন্টে একটি ম্যাচ খেলে রান করেছেন ৭৬। মিডল অর্ডারে নিয়মিত রান করছেন মোহাম্মদ মিথুন। এছাড়া বোলিংয়ে তরুণ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন ধারাবাহিকভাবে ভালো বোলিং করছেন। সব মিলিয়ে পাঁচ সিনিয়রের পাশাপাশি দারুণ ছন্দে রয়েছেন তরুণ ক্রিকেটাররাও।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
তরুণদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত রোডস
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর