বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে অভিজ্ঞ দলগুলোর একটি বাংলাদেশ। দলের পাঁচ ক্রিকেটার- অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ড্যাসিং ওপেনার তামিম ইকবাল, উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও ‘ব্যাটিং শিল্পী’ মাহমুদুল্লাহ রিয়াদ একত্রে ওয়ানডে খেলেছেন ৯৮০টি। পাঁচ সিনিয়র ব্যাটসম্যানের মোট রান ২৩৪০০! এই পাঁচ তারকা ক্রিকেটারকে ঘিরেই বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। পাঁচ ক্রিকেটার গত এক দশক ধরে যে ধারাবাহিক পারফরম্যান্স করছেন, তাতে স্বপ্ন দেখতেই পারে জাতি। শুধু পাঁচ ক্রিকেটারের ওপর ভর করেই কি স্বপ্ন পূরণ সম্ভব? টাইগার কোচ স্টিভ রোডস পাঁচ সিনিয়র ক্রিকেটারের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট। আয়ারল্যান্ডে তিন জাতির টুর্নামেন্টে মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক-মাহমুদুল্লাহদের সঙ্গে পাল্লা দিয়ে পারফরম্যান্স করেছেন মোসাদ্দেক- লিটন-সৌম্য সরকাররা। ডাবলিনে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের ২১০ রান তাড়া করতে নেমে ধুন্ধুমার ব্যাটিং করেন মোসাদ্দেক । ২৭ বলে ৫ ছক্কায় ম্যাচ জেতানো ৫২ রানের হার না মানা ইনিংস খেলেন মোসাদ্দেক। ফাইনালে বাঁ হাতি ড্যাসিং ওপেনার সৌম্য ৬৬ রানের ইনিংস খেলে চ্যাম্পিয়ন হওয়ার ভিত গড়ে দেন। গোটা টুর্নামেন্টে দারুণ ব্যাটিং করেছেন সৌম্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালসহ তিন ম্যাচের সবগুলোতে হাফসেঞ্চুরি করেন। তিন ইনিংসে তার রান ৬৬, ৫৪ ও ৭৩। এবারের বিশ্বকাপে অন্যতম ‘চমক’ হতে পারেন ৪৪ ওয়ানডেতে ১৪৫৭ রান করা সৌম্য। বাঁ হাতি ওপেনার আবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলবেন। ২০১৫ সালে ৬ ম্যাচে ১৭৫ রান করেছিলেন। আরেক তরুণ ব্যাটসম্যান সাব্বির রহমানও ভরসা জোগাচ্ছেন কোচ রোডসকে। ২৭ বছর বয়সী সাব্বির দ্বিতীয়বার খেলবেন বিশ্বকাপ। লিটন দাস প্রথমবার খেলছেন। তিন জাতির টুর্নামেন্টে একটি ম্যাচ খেলে রান করেছেন ৭৬। মিডল অর্ডারে নিয়মিত রান করছেন মোহাম্মদ মিথুন। এছাড়া বোলিংয়ে তরুণ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন ধারাবাহিকভাবে ভালো বোলিং করছেন। সব মিলিয়ে পাঁচ সিনিয়রের পাশাপাশি দারুণ ছন্দে রয়েছেন তরুণ ক্রিকেটাররাও।
শিরোনাম
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স