বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে অভিজ্ঞ দলগুলোর একটি বাংলাদেশ। দলের পাঁচ ক্রিকেটার- অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ড্যাসিং ওপেনার তামিম ইকবাল, উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও ‘ব্যাটিং শিল্পী’ মাহমুদুল্লাহ রিয়াদ একত্রে ওয়ানডে খেলেছেন ৯৮০টি। পাঁচ সিনিয়র ব্যাটসম্যানের মোট রান ২৩৪০০! এই পাঁচ তারকা ক্রিকেটারকে ঘিরেই বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। পাঁচ ক্রিকেটার গত এক দশক ধরে যে ধারাবাহিক পারফরম্যান্স করছেন, তাতে স্বপ্ন দেখতেই পারে জাতি। শুধু পাঁচ ক্রিকেটারের ওপর ভর করেই কি স্বপ্ন পূরণ সম্ভব? টাইগার কোচ স্টিভ রোডস পাঁচ সিনিয়র ক্রিকেটারের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট। আয়ারল্যান্ডে তিন জাতির টুর্নামেন্টে মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক-মাহমুদুল্লাহদের সঙ্গে পাল্লা দিয়ে পারফরম্যান্স করেছেন মোসাদ্দেক- লিটন-সৌম্য সরকাররা। ডাবলিনে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের ২১০ রান তাড়া করতে নেমে ধুন্ধুমার ব্যাটিং করেন মোসাদ্দেক । ২৭ বলে ৫ ছক্কায় ম্যাচ জেতানো ৫২ রানের হার না মানা ইনিংস খেলেন মোসাদ্দেক। ফাইনালে বাঁ হাতি ড্যাসিং ওপেনার সৌম্য ৬৬ রানের ইনিংস খেলে চ্যাম্পিয়ন হওয়ার ভিত গড়ে দেন। গোটা টুর্নামেন্টে দারুণ ব্যাটিং করেছেন সৌম্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালসহ তিন ম্যাচের সবগুলোতে হাফসেঞ্চুরি করেন। তিন ইনিংসে তার রান ৬৬, ৫৪ ও ৭৩। এবারের বিশ্বকাপে অন্যতম ‘চমক’ হতে পারেন ৪৪ ওয়ানডেতে ১৪৫৭ রান করা সৌম্য। বাঁ হাতি ওপেনার আবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলবেন। ২০১৫ সালে ৬ ম্যাচে ১৭৫ রান করেছিলেন। আরেক তরুণ ব্যাটসম্যান সাব্বির রহমানও ভরসা জোগাচ্ছেন কোচ রোডসকে। ২৭ বছর বয়সী সাব্বির দ্বিতীয়বার খেলবেন বিশ্বকাপ। লিটন দাস প্রথমবার খেলছেন। তিন জাতির টুর্নামেন্টে একটি ম্যাচ খেলে রান করেছেন ৭৬। মিডল অর্ডারে নিয়মিত রান করছেন মোহাম্মদ মিথুন। এছাড়া বোলিংয়ে তরুণ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন ধারাবাহিকভাবে ভালো বোলিং করছেন। সব মিলিয়ে পাঁচ সিনিয়রের পাশাপাশি দারুণ ছন্দে রয়েছেন তরুণ ক্রিকেটাররাও।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ