বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে অভিজ্ঞ দলগুলোর একটি বাংলাদেশ। দলের পাঁচ ক্রিকেটার- অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ড্যাসিং ওপেনার তামিম ইকবাল, উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও ‘ব্যাটিং শিল্পী’ মাহমুদুল্লাহ রিয়াদ একত্রে ওয়ানডে খেলেছেন ৯৮০টি। পাঁচ সিনিয়র ব্যাটসম্যানের মোট রান ২৩৪০০! এই পাঁচ তারকা ক্রিকেটারকে ঘিরেই বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। পাঁচ ক্রিকেটার গত এক দশক ধরে যে ধারাবাহিক পারফরম্যান্স করছেন, তাতে স্বপ্ন দেখতেই পারে জাতি। শুধু পাঁচ ক্রিকেটারের ওপর ভর করেই কি স্বপ্ন পূরণ সম্ভব? টাইগার কোচ স্টিভ রোডস পাঁচ সিনিয়র ক্রিকেটারের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট। আয়ারল্যান্ডে তিন জাতির টুর্নামেন্টে মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক-মাহমুদুল্লাহদের সঙ্গে পাল্লা দিয়ে পারফরম্যান্স করেছেন মোসাদ্দেক- লিটন-সৌম্য সরকাররা। ডাবলিনে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের ২১০ রান তাড়া করতে নেমে ধুন্ধুমার ব্যাটিং করেন মোসাদ্দেক । ২৭ বলে ৫ ছক্কায় ম্যাচ জেতানো ৫২ রানের হার না মানা ইনিংস খেলেন মোসাদ্দেক। ফাইনালে বাঁ হাতি ড্যাসিং ওপেনার সৌম্য ৬৬ রানের ইনিংস খেলে চ্যাম্পিয়ন হওয়ার ভিত গড়ে দেন। গোটা টুর্নামেন্টে দারুণ ব্যাটিং করেছেন সৌম্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালসহ তিন ম্যাচের সবগুলোতে হাফসেঞ্চুরি করেন। তিন ইনিংসে তার রান ৬৬, ৫৪ ও ৭৩। এবারের বিশ্বকাপে অন্যতম ‘চমক’ হতে পারেন ৪৪ ওয়ানডেতে ১৪৫৭ রান করা সৌম্য। বাঁ হাতি ওপেনার আবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলবেন। ২০১৫ সালে ৬ ম্যাচে ১৭৫ রান করেছিলেন। আরেক তরুণ ব্যাটসম্যান সাব্বির রহমানও ভরসা জোগাচ্ছেন কোচ রোডসকে। ২৭ বছর বয়সী সাব্বির দ্বিতীয়বার খেলবেন বিশ্বকাপ। লিটন দাস প্রথমবার খেলছেন। তিন জাতির টুর্নামেন্টে একটি ম্যাচ খেলে রান করেছেন ৭৬। মিডল অর্ডারে নিয়মিত রান করছেন মোহাম্মদ মিথুন। এছাড়া বোলিংয়ে তরুণ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন ধারাবাহিকভাবে ভালো বোলিং করছেন। সব মিলিয়ে পাঁচ সিনিয়রের পাশাপাশি দারুণ ছন্দে রয়েছেন তরুণ ক্রিকেটাররাও।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ