শিরোনাম
সোমবার, ১০ জুন, ২০১৯ ০০:০০ টা

মার্গারেট কোর্টের পর অ্যাশলে বার্টি

ক্রীড়া ডেস্ক

মার্গারেট কোর্টের পর অ্যাশলে বার্টি

ফ্রেঞ্চ ওপেনে মার্গারেট কোর্টের পর কোনো অস্ট্রেলিয়ানই চ্যাম্পিয়ন হতে পারেননি। মার্গারেট কোর্টও শেষবার এই গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন ১৯৭৩ সালে। এরপর ওয়েন্ডি টার্নবুল এবং সামান্থা স্টসার ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেননি। ওয়েন্ডি টার্নবুল ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের ক্রিস এভার্টের কাছে এবং সামান্থা স্টসার ২০১০ সালে ইতালির ফ্রান্সেসকার কাছে হেরেছেন। অবশেষে দীর্ঘদিন পর এক অস্ট্রেলিয়ান মেয়ে ফ্রেঞ্চ ওপেন জিতলেন। ২০১৯ সালের ফাইনালে অস্ট্রেলিয়ান মেয়ে অ্যাশলে বার্টি ৬-১, ৬-৩ গেমে হারালেন চেক প্রজাতন্ত্রের মারকেটা ভুন্দ্রোসোভাকে।

সর্বশেষ খবর