মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯ ০০:০০ টা

আলিমদারের বলি লিটন দাস

ক্রীড়া প্রতিবেদক

আলিমদারের বলি লিটন দাস

রবিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ইমরান তাহির বাউন্ডারি লাইনের কাছে দাঁড়িয়ে ক্যাচ লুফে নিলেও থার্ড আম্পায়ার ক্যাচটা দেননি। বল মাটিতে স্পর্শ করেছিল। প্রায় একই রকম একটা ক্যাচ গতকাল দিয়ে দিলেন থার্ড আম্পায়ার আলিম দার। লিটন দাসকে ফিরিয়ে দেন অল্পতেই। অথচ সারা বিশ্ব রিপ্লেতে দেখেছে বল হাসমত উল্লাহর তালুবন্দি হওয়ার আগে মাটি স্পর্শ করে। বাংলাদেশ ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বল। বল করছেন মুজিব উর রহমান। শর্ট কাভারে বল তুলে দিলে তা লুফে নেন হাশমতউল্লাহ শাহিদি। ফিল্ড আম্পায়ারের কিছুটা সন্দেহ হলে তিনি আউটের ‘সফট সিগনাল’ দিয়ে থার্ড আম্পায়ারের কাঁধে সিদ্ধান্তের দায়ভার চাপিয়ে দেন। রিপ্লেতে বার বার দেখেও থার্ড আম্পায়ার শতভাগ নিশ্চিত হতে পারছিলেন না। ফিল্ড আম্পায়ারের ‘সফট সিগনাল’টাই মেনে নেন আলিম দার। আউটের সিদ্ধান্ত দিয়ে ওপেনিংয়ে ফেরার লিটন দাসকে সাজঘরে ফিরিয়ে দেন। ফিল্ড আম্পায়ারের এই ‘সফট সিগনাল’ নিয়ে কঠোর সমালোচনা চলছে চারদিকে। সাবেক ক্রিকেটারদের অনেকেই এর বিরোধিতা করেছেন। ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং টুইট করেছেন, ‘সফট সিগনাল কেন দিতে হবে। থার্ড আম্পায়ারের কাছে সিদ্ধান্ত চাইলে তাকেই আউট অথবা নটআউটের সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত।’

সর্বশেষ খবর