শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

আজব মিল ধোনির ক্যারিয়ারে

ক্রীড়া ডেস্ক

আজব মিল ধোনির ক্যারিয়ারে

কী আজব মিল মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ারে। ২০০৪ সালে ২৩ ডিসেম্বর চট্টগ্রামে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয় ধোনির। সেই ম্যাচে বাংলাদেশের উইকেটরক্ষক ছিলেন খালেদ মাসুদ পাইলট। ধোনি রান নিতে গিয়ে সেবারও রান আউট হন। ফিল্ডার তাপস বৈশ্য দ্রুত বল ছুঁড়ে দিলে পাইলট মাসুদ উইকেট ভেঙে ধোনিকে সাজঘরে ফেরত পাঠান। ভারতীয় সফল অধিনায়কের ওয়ান ডে ক্যারিয়ারে ইতি টানলেন কিনা তা নিশ্চিত নয়। তবে ম্যানচেস্টারে সেমিফাইনালই যে ধোনির শেষ বিশ্বকাপ এ নিয়ে সংশয় নেই।

শেষ বিশ্বকাপে ধোনি আউট হলেন একইভাবে। নিউজিল্যান্ডের ২৪০ রানের তাড়া করতে গিয়ে ভারতের হার যখন সময় ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল এমন বিপর্যয়ের মধ্যে রবীন্দ্র জাদেজা ও ধোনি জুটি দৃঢ়তার পরিচয় দেন। ভারত যেন নতুন প্রাণ ফিরে পাচ্ছিল। রবীন্দ্র জাদেজা ব্যক্তিগত ৭৭ রানে আউট হয়ে গেলে তখন শেষ ভরসা ছিলেন ধোনিই। কিন্তু দুই রান নিতে গিয়েই দুর্ভাগ্যক্রমে রান আউটের শিকার হন তিনি। মার্টিন গাপটিলের অসাধারণ থ্রোতে সরাসরি স্ট্যাম্পড ভেঙে গেলে বিদায় নেন ধোনি। এতেই শেষ হয়ে যায় ভারতের সব আশা। ম্যাচ জিতে ফাইনালে চলে যান নিউজিল্যান্ড। ম্যানচেস্টার ও চট্টগ্রামের দূরত্ব অনেক। কিন্তু ১৫ বছর পর ধোনির একই আউটের দৃশ্য ভারতীয়দের হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছে।

সর্বশেষ খবর