শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
এশিয়ান আর্চারি

সোনা জয়ের লড়াইয়ে রোমান

ক্রীড়া প্রতিবেদক

সোনা জয়ের লড়াইয়ে রোমান

বিশ্বকাপে তামার পদক জিতে বিশ্বকে চমকিয়ে দেন বাংলাদেশের আর্চার রোমান সানা। এবার সোনা জয়ের হাতছানি। মধুমতি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ফিলিপাইনে আজ পুরুষ রিকার্ভে ফাইনাল খেলছেন সানা। প্রতিপক্ষ চীনের সাইহেস্কির। জিতলেই বাংলাদেশের কোনো আর্চার এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতবেন। বাজবে ৩০ লাখ শহীদের বিনিময়ে পাওয়া আমার সোনার বাংলা জাতীয় সংগীত। বিশ্বকাপে পদক জিতেই টোকিও অলিম্পিকে সানার অংশ নেওয়াটা এগিয়ে গেছে। সোনা না হোক রৌপ্য পেলেই জাপান অলিম্পিকে অংশ নেওয়াটা নিশ্চিত হয়ে যাবে। রৌপ্য নয়, রোমান সানা দেশকে উপহার দিতে চান সোনার মেডেল। আমি শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে এত দূর এসেছি। আশা রাখি ফাইনালে জয় পাব। সাইহেস্কিকেও শক্ত প্রতিপক্ষ মানছি। লড়াই হবে হাড্ডাহাড্ডি। লক্ষ্য থাকবে নির্দিষ্ট জায়গায় তীর ছুঁড়েই সোনা জিততে চাই। ফাইনালে ওঠার পথে রোমান সানা দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে যথাক্রমে থিহা টেট ডেন ও থেপান ডেনকে ৬-০ ব্যবধানে হারান। কোয়ার্টার ফাইনালে ইয়ংহুয়ের বিপক্ষে ৭-১ সেটে ও সেমিতে  ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেন সানা। বাছাইপর্বে টিকে যাওয়ায় রোমান সানা ইতিমধ্যে রৌপ্য জয় করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর