বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

আশা বাঁচিয়ে রাখল মোহনবাগান

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসকে ২-০ গোলে হারায় তারা। প্রথম ম্যাচে ইয়াং এলিফ্যান্টের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল মোহনবাগান। অবশ্য এ জয়ের পরও মোহনবাগানের আশঙ্কা কাটছে না। শেষ ম্যাচে ফেবারিট চট্টগ্রাম আবাহনীকে হারাতে হবে সেমিফাইনাল খেলতে হলে। গতকাল ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় মোহনবাগান। ডি-বক্সের ডান পাশ থেকে মাটি ঘেঁষা ক্রস করেন স্প্যানিশ ফুটবলার হুলেন কলিনাস। বল পেয়ে ডান পায়ের জোরালো শটে গোল করেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর জাতীয় দলে খেলা ড্যানিয়েল নিকোলাস সাইরাস। প্রথমার্ধ এই ব্যবধানেই শেষ হয়। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৬৩ মিনিটে অনেকটা দূর থেকে সালভাদর পিরেজ মার্টিনেজের নেওয়া শটে বল গোলবারে লেগে জালে জড়ায়। এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে মোহনবাগান। তবে আরও বেশ কয়েকটা গোল হতে পারত। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে এই দাবি করে গেলেন মোহনবাগানের কোচ হোসে অ্যান্টোনিও।

 তিনি বলেন, ‘আমরা পুরো ম্যাচটাই নিয়ন্ত্রণ করেছি। তবে আরও কয়েকটা গোল হতে পারত। সুযোগ পেয়েও আমরা কাজে লাগাতে পারিনি।’ অন্যদিকে মালদ্বীপের দল টিসি স্পোর্টসের কোচ আফিউ মোহাম্মদ হামিদ রেফারিংয়ের দিকে প্রশ্ন তুলে দিলেন। তিনি বলেন, ‘আমি সমালোচনা করছি না। তবে রেফারিং খুবই বাজে হয়েছে। দুই দল ভুল রেফারিংয়ের শিকার হয়েছে।’ অবশ্য তিনি মোহনবাগানের শ্রেষ্ঠত্ব স্বীকার করেন। তিনি বলেন, ‘তারা খুব ভালো খেলেছে। তাদের অভিনন্দন।’ এ পরাজয়ে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেল।

সর্বশেষ খবর