শনিবার, ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

মালানের সেঞ্চুরিতে বড় জয় ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক

মালানের সেঞ্চুরিতে বড় জয় ইংল্যান্ডের

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছেন ডেভিড মালান। হাফ সেঞ্চুরি করেছেন মরগান। তাদের দাপুটে ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। গতকাল নেপিয়ারের ম্যাকলিন পার্কে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৭৬ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ফিরেছে ইংল্যান্ড। চার ম্যাচ সিরিজে এখন ২-২-এ সমতা। আগামীকাল সিরিজের শেষ ম্যাচ। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২৪১ রান করে ইংল্যান্ড; যা টি-২০ ক্রিকেটে ইংলিশদের সর্বোচ্চ স্কোর। আগের সর্বোচ্চ ছিল ২৩০, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ম্যাচ-সেরা মালান ১০৩ রানের অপরাজিত ইনিংসটি খেলেন মাত্র ৫১ বলে। অধিনায়ক মরগান ৯১ রান করেন ৪১ বলে। দুজনে তৃতীয় উইকেট জুটিতে ১৮২ রান করেন মাত্র ৭৬ বলে; যা টি-২০ ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের জুটি। প্রথম ১০ ওভারে ৮৮ রান তোলা ইংল্যান্ড শেষ ১০ ওভারে তোলে ১৫৩ রান। বিশেষ করে শেষ ৪ ওভারে সংগৃহীত ৭৬ রান বিশ্বরেকর্ড। ২৪২ রানের টার্গেটে খেলতে নেমে স্বাগতিক নিউজিল্যান্ডের ইনিংস থেমে যায় ১৬৫ রানে।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড : ২৪১/৩ (২০ ওভার) (মালান ১০৩*, মরগান ৯১; সাউদি ১/৪৭, স্যান্টনার ২/৩২)।

নিউজিল্যান্ড : ১৬৫/১০ (১৬.৫ ওভার) (সাউদি ৩৯, মুনরো ৩০, গাপটিল ২৭; পার্কিনসন ৪/৪৭, জর্ডান ২/২৪, কারেন  ১/২৬)।

ফল : ইংল্যান্ড ৭৬ রানে জয়ী।

ম্যাচ-সেরা : ডেভিড মালান।

সর্বশেষ খবর