শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সৌম্যদের নিয়েই এসএ গেমস দল

ক্রীড়া প্রতিবেদক

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ রানার্সআপ হয়েছে। তবে এসএ গেমসে দারুণ কিছু করে দেখানোর সুযোগ আছে দলটার সামনে। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে এসএ গেমসের জন্য দল ঘোষণা করেছে। অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। দলে আছেন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকারও। নেপালের কাঠমান্ডু ও পোখারায় কাল থেকে শুরু হবে এসএ গেমসের ১৩তম আসর। নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। লিগ পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টের শীর্ষ দুই দল খেলবে ৯ ডিসেম্বরের ফাইনালে। বাংলাদেশ ছাড়াও এবারের আসরে ক্রিকেটে অংশ নিচ্ছে ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা। মূলত অনূর্ধ্ব-২৩ দল অংশ নিচ্ছে এই লড়াইয়ে। অবশ্য অলিম্পিকের নিয়মানুযায়ী তিনজন ক্রিকেটার থাকতে পারবে দলে ২৩-ঊর্ধ্ব।

এসএ গেমসে ক্রিকেট দল

মোহাম্মদ সাইফ হাসান, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, মিনহাজুল আবেদিন আফ্রিদি, সুমন খান, মাহিদুল ইসলাম, তানভির ইসলাম, মানিক খান, মেহেদি হাসান রানা, সৌম্য সরকার, মেহেদি হাসান ও হাসান মাহমুদ।

সর্বশেষ খবর