শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
অন্যরা আসছেন

পল নিক্সন ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক

পল নিক্সন ঢাকায়

প্লেয়ার্স বাই চয়েজে উপস্থিত থাকেননি। তার পরও নিজের পরিকল্পনায় দল সাজিয়েছেন। বিপিএলের বিশেষ আসর ‘বঙ্গবন্ধু বিপিএল’ টি-২০ টুর্নামেন্টে রংপুর রেঞ্জার্র্সকে কোচিং করানোর কথা ছিল গ্রান্ট ফ্লাওয়ারের। কিন্তু জিম্বাবুয়ের অন্যতম সেরা ক্রিকেটার ও পাকিস্তানের সাবেক বোলিং কোচ টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নেন। বিপদে পড়ে যায় রংপুর। তবে শেষ মুুহূর্তে তার জায়গায় নিউজিল্যান্ডের অকল্যান্ডের পরিচিত মুখ মার্ক ও ডোনেলকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিউই ভদ্রলোকই এবার কোচিং করাবেন রংপুরকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএলের চলতি আসরের নামকরণ হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। টুর্নামেন্টটিকে জমজমাট ও আকর্ষণীয় করতে বিদেশি কোচ নিয়োগের কথা বলেছে বিসিবি। তাদের আগ্রহে এবার সাত দলের ছয়টিরই কোচ বিদেশি এবং শুধু ঢাকা প্লাটুনকে কোচিং করাবেন বাংলাদেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বঙ্গবন্ধু বিপিএল শুরু ১১ ডিসেম্বর। জমকালো উদ্বোধন ৮ ডিসেম্বর। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএলের বিশেষ আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সালাউদ্দিন বরাবরই কোচিং করিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। এবার করাবেন ঢাকা প্লাটুনকে। দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হার্সেল গিবসকে দেখা যাবে সিলেট থান্ডার্সকে কোচিং করাতে। ৯০ টেস্টে ৬১১৭ রান, ২৪৮ ম্যাচে ৮০৯৪ রান করা গিবস এবারই প্রথম কোচিং করাবেন বিপিএলে। ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান পল নিক্সনকে দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। নিক্সন তার ক্রিকেট ক্যারিয়ারে খেলেছেন ১৯ ওয়ানডে। আরেক ইংলিশ ক্রিকেটার ওয়াইজ শাহ এবার কোচিং করাবেন রাজশাহী রয়্যালসকে। ৬ টেস্টে ২৬৯ রান ও ১৭ ওয়ানডেতে ১৮৩৪ রান করা ওয়াইজ এর আগে বিপিএলে খেলেছেন ঢাকা গ্ল্যাডিয়টর্সের পক্ষে। বিপিএলের অন্য সব কোচের তুলনায়  কোচিং ক্যারিয়ার উজ্জ্বল ওয়েস্ট ইন্ডিজের ওটিস গিবসনের। ক্যারিবীয় ফাস্ট বোলার ২০১০-১৪ সাল পর্যন্ত কোচ ছিলেন ওয়েস্ট ইন্ডিজের। ২০১৭ সালের অক্টোবর থেকে বিশ্বকাপ পর্যন্ত কোচিং করিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে। মাঝে দুবার বোলিং কোচ ছিলেন ইংল্যান্ডের। বঙ্গবন্ধু বিপিএলে গিবসন কোচিং করাবেন কুমিল্লা ওয়ারিয়র্সকে। আরেক ইংলিশ ক্রিকেটার জেমস ফস্টার কোচিং করাবেন খুলনা টাইগার্সকে। বিসিবির আগ্রহেই দলগুলো বিদেশি কোচ নিয়োগ দিচ্ছে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বিদেশি কোচ বাধ্যতামূলক নয়। এটা টিম স্পনসরদের ইচ্ছা। তারা যদি দেশি কোচ নিতে চান, তাহলে নিতে পারবেন।’

সর্বশেষ খবর