সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

লিভারপুলের বিশ্বজয়

ক্রীড়া ডেস্ক

দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবার্তো ফিরমিনোর গোলে লিভারপুল শুধু চ্যাম্পিয়নই হয়নি, ব্রাজিলিয়ান ক্লাব ফ্লেমেঙ্গোকে ১-০ গোলে হারিয়ে ১৯৮৯ সালের ফাইনালে হারের প্রতিশোধও নিয়েছে। টানটান উত্তেজনার ফাইনালটি গোলশূন্য ছিল নির্ধারিত ৯০ মিনিট। অতিরিক্ত সময়ে খেলা গড়ালে ভাগ্য খুলে যায় অল রেডদের। ম্যাচের ৯৯ মিনিটে হেন্ডারসনের বাড়ানো বল ধরে শটটি নেননি সাদিও মানে। এ গিয়ে দেন সুবিধাজনক অবস্থানে দাঁড়ানো ফিরমিনোকে। ইংলিশ জায়ান্টদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার কালক্ষেপণ না করে ঠা া মাথায় লিভারপুলকে জয়োৎসবে ভাসান। অবশ্য ম্যাচে পেনাল্টি পেয়েছিল লিভারপুল। কিন্তু ফাউল বক্সের বাইরে না ভিতরে হয়েছে, এ নিয়ে বিপত্তি হলে রেফারি তিনবার ভিআরের সহায়তা নেন। এরপর তিনি বাতিল করেন নিজের সিদ্ধান্ত। পেনাল্টি বঞ্চিত লিভারপুল অবশ্য ফ্রি কিকও পায়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর