সোমবার, ৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

যেখানে ব্যতিক্রম কোচ অস্কার

ক্রীড়া প্রতিবেদক

যেখানে ব্যতিক্রম কোচ অস্কার

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বিদেশি কোচের আগমন নতুন ঘটনা নয়। ১৯৭৪ সালেই ঢাকা আবহানীর মাধ্যমে বিদেশি কোচের দেখা মিলে। নাসের হেজাজি, সামির সাকির, জর্জ কোটান, ইয়াং সাং ক্যাং, জোসেফ আফুসির মতো অনেক খ্যাতনামা কোচ দায়িত্ব পালন করেছেন। কিন্তু স্পেনের অস্কার ব্রুজোন যা পেরেছেন তা অন্য কারোর পক্ষে সম্ভব হয়নি। অভিষেক মৌসুম থেকেই তিনি বসুন্ধরা কিংসের কোচের দায়িত্ব পালন করেছেন। কিন্তু কারোর পক্ষে দলকে তিন ট্রফি উপহার দেওয়া সম্ভব হয়নি। গতবার পেশাদার লিগ ও স্বাধীনতা কাপ। এবার ফেডারেশন কাপ। কোনো বিদেশি কোচের এমন সাফল্য অর্জন সম্ভব হয়নি। দেশি কোচরা এক মৌসুমে তিন ট্রফি জিতেছে। কিন্তু বিদেশিদের মধ্যে ব্রুজোনই ব্যতিক্রম।

সর্বশেষ খবর