শিরোনাম
শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

আবারও সেঞ্চুরি মিস মুশফিকের

ক্রীড়া প্রতিবেদক

আবারও সেঞ্চুরি মিস মুশফিকের

সেঞ্চুরির জন্য শেষ বলে মুশফিকুর রহিমের দরকার ছিল ৩ রান। কিন্তু সৌম্যর বলে এক রানের বেশি নিতে পারেননি। ৯৮ রানে আটকে যান বাংলাদেশের এই ব্যাটিং জিনিয়াস। আরও একটি সেঞ্চুরি মিস হয়ে গেল মুশফিকের। বঙ্গবন্ধু বিপিএলে এর আগেও অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলেছেন। মুশফিকের নার্ভাস নাইনটিজের ম্যাচে খুলনা টাইগার্স ৯২ রানে হারিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্সকে। এই জয়ে ১৪ পয়েন্টে সুপার ফোর নিশ্চিত হয়েছে খুলনার। হেরে বিদায় নিয়েছে কুমিল্লা। খুলনার অবশ্য আরও একটি ম্যাচ বাকি।  

মিরপুরে গতকাল কুমিল্লার বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেন খুলনার মুশফিক ও মেহেদী হাসান মিরাজ। মাত্র ৫৭ বলে ৯৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মুশফিক। ইনিংসে ৩ ছক্কার সঙ্গে ছিল ১২ চার। ৪৫ বলে ৭৪ রানের ইনিংস খেলেন মিরাজ। ছিল ৩ ছক্কা ও ৫ চার। দুজনে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ১৫.১ ওভারে ১৬৮ রান। তবে হ্যামস্ট্রিং ইনজুরিতে মিরাজ মাঠ ছাড়লে স্কোর আর বড় হয়নি। দুজনের জুটিতে খুলনার সংগ্রহ ছিল ২ উইকেটে ২১৮ রান। ২১৯ রানের টার্গেটে ২০ ওভারে ৯ উইকেটে ১২৬ রানের বেশি করতে পারেনি কুমিল্লা। সর্বোচ্চ ৩২ রান করেন উপল থারাঙ্গা। খুলনার পক্ষে সফল বোলার শহীদুল ইসলাম ২৭ রানের খরচে নেন ৩ উইকেট। দিনের প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্স ১১ রানে হারিয়েছে ঢাকা প্লাটুনকে।

সর্বশেষ খবর