শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

কটরেলের ছক্কায় উইন্ডিজের নাটকীয় জয়

ক্রীড়া ডেস্ক

জয়ের জন্য শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ৫ রান। আয়ারল্যান্ডের চাই ১ উইকেট। ম্যাচ তখন চরম উত্তেজনায়। ব্যাটিংয়ে দুই ক্যারিবীয় ব্যাটসম্যান ওয়ালশ ও শেলডন কটরেল। বোলিংয়ে আইরিস পেসার মার্ক আডেইর। উত্তেজনার অণু-পরমাণু ছড়ানো শেষ ওভারের প্রথম বলে কোনো রান হয়নি। দ্বিতীয় বলে এক রান নেন ওয়ালশ। তিন নম্বর বলে কটরেল নেন এক রান। শেষ ৩ বলে সমীকরণ তিন রানের। উত্তেজনা তখন চরমে। চার নম্বর বলে এক রান নিয়ে প্রান্ত বদল করেন ওয়ালশ। শেষ দুই বলে চাই ২ রান। তাহলেই টপকে যাবে টার্গেট ২৩৮ রান। পঞ্চম বলে সপাটে হাঁকিয়ে বলতে মাঠ ছাড়া করেন কটরেল। ছক্কা! তখনও এক বল বাকি। দুই ক্যারিবীয় ব্যাটসম্যান তখন আনন্দে নাচছেন অবিশ্বাস্য ম্যাচ জিতে। কান্নায় ভেঙে পড়েন আডেইর। কাছে এসে ১ উইকেটে হেরে যায় আয়ারল্যান্ড। এই জয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।        

২৩৮ রানের টার্গেটে ওয়েস্ট ইন্ডিজ এক পর্যায়ে ১৪৮ রানে হারিয়ে বসে ৭ উইকেট। আরও ৯০ রান যখন দরকার, তখন ব্যাটিংয়ে নামেন ওয়ালশ। দৃঢ়তার পরিচয় দিয়ে দলকে ম্যাচ জেতান ৪৬ রানের হার না মানা বীরত্বপূর্ণ ইনিংস খেলে। শেষ ৩ ওভারে ১৫ রান দরকার। আলজারি জোসেফ ৯ রান তুলে ম্যাচ সহজ করে দেন। ৪৯ ওভারে ক্যারিবীয়রা রান সংগ্রহ করে মাত্র এক রান। শেষ ওভারে ৫ রান তুলে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়ালশ ৪৬ ও কটরেল ৬ বলে ৭ রান করে অপরাজিত থাকেন। এর আগে আয়ারল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৭ রান করে। সর্বোচ্চ ৬৩ রান করেন পল স্টার্লিং।   

সংক্ষিপ্ত স্কোর

 

আয়ারল্যান্ড : ২৩৭/৯, ৫০ ওভার (পল স্টার্লিং ৬৩, পোর্টারফিল্ড ২৯, ও’ ব্রায়েন ৩১, সিমি ৩৪,

ম্যাককার্থি ১৭*। কটরেল ৩/৫১

পিয়ের ১/৫০, জোসেফ ৪/৩২)।

ওয়েস্ট ইন্ডিজ : ২৪২/৯, ৪৯.৫ ওভার (হোপ ২৫, পুরান ৫২, পোলার্ড ৪০, পিয়ের ১৮,

ওয়ালশ ৪৬*, জোসেফ ১৬, কটরেল ৭*। ম্যাকব্রাইন ২/৩৭, ম্যাককার্থি ২/২৮, র‌্যানকিন ১/৩৬,

আডেইর ১/৫১, সিমি ৩/৪৮-৩)।

ফল : ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে জয়ী

সিরিজ : ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২-০তে এগিয়ে

ম্যাচ সেরা : আলজারি জোসেফ

সর্বশেষ খবর