সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ডমিঙ্গোর অধিনায়ক মাহমুদুল্লাহ

ক্রীড়া ডেস্ক

ডমিঙ্গোর অধিনায়ক মাহমুদুল্লাহ

ভারত সফরে খুব কাছ থেকে দেখেছেন মাহমুদুল্লাহ রিয়াদকে। রোহিত শর্মা, শেখর ধাওয়ান, দীপক চাহারদের বিপক্ষে ব্যাট হাতে দুরন্ত ছিলেন না। কিন্তু দল পরিচালনা করেছেন দারুণ। মাহমুদুল্লাহর দল পরিচালনা মনে ধরেছে বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গোর। শুধু নেতৃত্বগুণই নয়, মাহমুদুল্লাহর ব্যাটিংয়েও মুগ্ধ টাইগার কোচ। তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলতে বুধবার পাকিস্তান সফরে যাচ্ছে টাইগাররা। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে ক্রিকেটারদের অনুশীলন। তিন দিনব্যাপী অনুশীলনের প্রথম দিন জ্বরের জন্য উপস্থিত ছিলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। মায়ের অসুস্থতায় আসেননি স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান। তবে নবাগত হাসান মাহমুদ, তামিম ইকবালসহ সবাই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করেছেন মিরপুর স্টেডিয়ামে। দুপুরে অনুশীলনের ফাঁকে টাইগার কোচ মিডিয়ার মুখোমুখিতে পাকিস্তান সফর নিয়ে কথা বলেন ডোমিঙ্গো। সেখানে স্পষ্ট বলেন, আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহই তার পছন্দ। সব ধরনের ক্রিকেটে এক বছর নিষিদ্ধ থাকায় অবশ্য টি-২০ বিশ্বকাপ খেলতে পারবেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সফরে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি ম্যাচ তিনটি খেলবে লাহোরে।         

সাকিব নিষিদ্ধ হলে ভারত সফরে হঠাৎ দায়িত্ব পান মাহমুদুল্লাহ। এর আগে শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে নিদাহাস ট্রফিতে নেতৃত্ব দিয়েছেন দলকে। দল পরিচালনা তাই নতুন কিছু নয়। পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারতে দারুণ দল পরিচালনা করেন। শুধু জাতীয় দল নয়, বঙ্গবন্ধু বিপিএলেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নেতৃত্ব গুণে নিয়ে যান শীর্ষ চারে। তার নেতৃত্বের মেধা আস্থাশীল করেছে টিম ম্যানেজমেন্টকে। পাকিস্তান সফরে বিসিবি আস্থা তাই সে। মাহমুদুল্লাহর উপর সন্তুষ্ট ডোমিঙ্গো বলেন, ‘আমি আশা করি টি-২০ বিশ্বকাপে মাহমুদুল্লাহই নেতৃত্ব দিবে। তার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। ভারতে সে দারুণ দল পরিচালনা করেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ওর সঙ্গে কাজ করা আমি উপভোগ করি। সে খুব ভালো মানুষ। পুরো দলের সম্মান আদায় করে নিয়েছে। সে বিশ্বমানের খেলোয়াড়। আমার অধিনায়ক সে।’ সফরে দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে মিস করবেন বলেন টাইগার কোচ, ‘মুশফিক অভিজ্ঞ ক্রিকেটার। তার অভাব দল দারুণভাবে মিস করবে। সে বাংলাদেশের গ্রেট ক্রিকেটার।’ পারিবারিক কারণে মুশফিক পাকিস্তান সফরে যাচ্ছে না। 

সর্বশেষ খবর