বুধবার, ২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
অস্ট্রেলিয়ান ওপেন

শারাপোভার বিদায়

শারাপোভার বিদায়

মারিয়া শারাপোভা নিজেকে আর খুঁজেই পাচ্ছেন না। সর্বশেষ ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেন জয় করেছেন তিনি। সর্বশেষ এককের কোনো ট্রফি জিতেছেন ২০১৫ সালে (ইতালিয়ান ওপেন)। এরপর তো নিষেধাজ্ঞার কবলেই পড়েছিলেন তিনি। নিষেধাজ্ঞা থেকে ফিরলেও কোনোভাবেই পুরনো রূপে ফিরতে পারছেন না রুশ সুন্দরী। গতকাল তিনি অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচের কাছে ৬-৩, ৬-৪ গেমে হেরেছেন মারিয়া শারাপোভা।

নাদালের দারুণ সূচনা : অস্ট্রেলিয়ান ওপেনের শীর্ষ বাছাই রাফায়েল নাদাল দারুণ সূচনা করেছেন। গতকাল প্রথম রাউন্ডে এ স্প্যানিশ তারকা ৬-২, ৬-৩, ৬-০ গেমে হারিয়েছেন বলিভিয়ার হুগো ডেলিয়েনকে। দ্বিতীয় রাউন্ডে নাদাল মুখোমুখি হবেন আর্জেন্টিনার ডেলবনিসের। নাদাল কেবল একবারই অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছেন (২০০৯ সালে)।

তবে এরপর চারবার ফাইনাল খেলেছেন নাদাল অস্ট্রেলিয়ান ওপেনে। তবে কোনোবারই চ্যাম্পিয়ন হতে পারেননি। গতবারও ফাইনাল খেলে হেরেছেন জকোভিচের কাছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর