মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

অ্যাটলেটিকোর অতিথি লিভারপুল

ক্রীড়া ডেস্ক

অ্যাটলেটিকোর অতিথি লিভারপুল

অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলারদের অনুশীলন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের লড়াই শুরু হচ্ছে আজ থেকে। শেষ ষোলর প্রথম লেগে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের মুখোমুখি হচ্ছে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে খেললেও লিভারপুলের অপ্রতিরোধ্য গতির মুখে কোনোভাবেই ফেবারিট বলা যাবে না দিয়েগো সিমিওনের দলকে। তবে ফেবারিট লিভারপুলের সামনেও কঠিন প্রতিরোধের দৃঢ়তা নিয়ে মাঠে নামার প্রতিশ্রুতি দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

অতীত ইতিহাসটা অবশ্য অ্যাটলেটিকোর পক্ষে। ২০১০ সালে ইউরোপা লিগের ম্যাচে অ্যাটলেটিকোর মাঠে ১-০ গোলে হেরেছিল লিভারপুল। সেবার গোল করেছিলেন দিয়েগো ফোরলান। অবশ্য সেই সময়টা ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের। আর লিভারপুল তখন নিজেদের ইতিহাসের এক অন্ধকার সময় অতিক্রম করছিল। এখন সময় বদলেছে। নিজেদের পুরনো গৌরব ফিরিয়ে আনার ইঙ্গিত দিচ্ছে লিভারপুল। এদিকে আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ মুখোমুখি হচ্ছে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ড এবং ফরাসি ক্লাব পিএসজি। নেইমার ইনজুরিতে। আজ তিনি পিএসজির জার্সিতে মাঠে নামতে পারবেন কি না বলা কঠিন। তবে চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম ফেবারিট হিসেবেই এবার লড়াই করছে পিএসজি। ডর্টমুন্ডের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হচ্ছে পিএসজির। সর্বশেষ তারা ২০১০ সালে মুখোমুখি হয়েছিল ইউরোপা লিগে। সেবার ঘরের মাঠে ডর্টমুন্ডের সঙ্গে গোল শূন্য ড্র করেছিল পিএসজি। ডর্টমুন্ডের মাঠে ১-১ গোলে ড্র করেছিল। দেখা যাক, ড্রয়ের বৃত্ত ভেঙে জয় নিয়ে বাড়ি ফিরতে পারে কি না পিএসজি!

সর্বশেষ খবর