রবিবার, ১৫ মার্চ, ২০২০ ০০:০০ টা
বসুন্ধরা ব্যাংকার্স ক্রিকেট

চ্যাম্পিয়ন স্ট্যান্ডার্ড চার্টার্ড

২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা ১৬৩ রান করে। লক্ষ্য তাড়া করতে নেমে ১৩১ রানে গুটিয়ে যায় ইস্টার্ন ব্যাংক। ৩২ রানে জিতে যায় স্ট্যান্ডার্ড চার্টার্ড

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন স্ট্যান্ডার্ড চার্টার্ড

বসুন্ধরা ব্যাংকার্স ক্রিকেটে শিরোপাজয়ী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে পুরস্কার তুলে দিচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সঙ্গে ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান - রোহেত রাজীব

১৬ দলের বসুন্ধরা ব্যাংকার্স লিগের কাপ পর্বে গতকাল চ্যাম্পিয়ন হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ফাইনালে তারা ৩২ রানে হারিয়েছে ইস্টার্ন ব্যাংককে। প্লেট পর্বে ব্রাক ব্যাংক চ্যাম্পিয়ন হয়েছে ব্যাংক এশিয়াকে ৬ উইকেটে হারিয়ে। বোল পর্বে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী ব্যাংক।

রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা ১৬৩ রান করে। লক্ষ্য তাড়া করতে নেমে ১৩১ রানে গুটিয়ে যায়  ইস্টার্ন ব্যাংক। ৩২ রানে জিতে যায় স্ট্যান্ডার্ড চার্টার্ড। ম্যাচসেরা হয়েছেন স্ট্যান্ডার্ড চার্টার্ডের আমান।

ফাইনালে প্রধান অতিথি ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলম, রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দীন, এসসিবি-এর সিইও

নাসের এজাজ বিজয়,  স্কোয়ার ইলেকট্রনিক্সের এজিএম একেএম পাশা খান, গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি হুমায়ুন কবির, গুলশান ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক শওকত হোসেন জীবন ও এসিই-এর উপদেষ্টা জিশান হাবিব।   

সর্বশেষ খবর