মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনাভাইরাসকে সিরিয়াসলি নেননি নেইমার

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাসে স্তব্ধ গোটা পৃথিবী। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। বাড়ছে লাশের মিছিল। সংক্রমণের হাত থেকে বাঁচতে কার্যত পৃথিবী এখন লকডাউন। সবাই মেনে চলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা-নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং মাস্ক ব্যবহার করুন। কিন্তু ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) তারকা ফুটবলার নেইমার এসব নির্দেশনা মানছেন না। উল্টো একটি ছবি দিয়ে সমালোচিত হচ্ছেন। রিও ডি জেনিরোতে নিজের এক লাক্সারি অ্যাপার্টমেন্টে নিজের ৮ বছরের ছেলে ও ছেলের ৪ বন্ধুদের নিয়ে বীচ ভলিবল খেলার কোর্টের একটি ছবি আপলোড করেছেন। সেখানে স্পষ্টই দেখা যাচ্ছে, নেইমারসহ কেউ কারও চেয়ে নিরাপদ দূরত্বে নেই। কেউই মাস্ক ব্যবহার করেননি। ছবির বিষয়ে নেইমার ব্যাখ্যা দিয়েছেন জানিয়েছেন, ফ্রান্স থেকে ব্রাজিলে এসেছেন অনেকের সঙ্গে।

সর্বশেষ খবর