বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনা ফান্ডে দান করতে ট্রফি বিক্রি

ক্রীড়া ডেস্ক

করোনা ফান্ডে দান করতে ট্রফি বিক্রি

অর্জুন ভাটি

শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, বিরাট কোহলি কিংবা সুরেশ রায়নাদের মতো পরিচিত মুখ নন ১৫ বছরের অর্জুন ভাটি। কিন্তু করোনাভাইরাসের জন্য সৃষ্ট সংকট এড়াতে তিনি ভারতীয় সরকারকে যেভাবে সাহায্য করেছেন, এক কথায় সেটা অবিশ্বাস্য। অর্জুন একজন গলফার। তিন বারের বিশ্ব যুব চ্যাম্পিয়ন। ভারতীয় গলফারদের মধ্যে অবশ্য বেশ সুপরিচিত। করোনাভাইরাস আক্রান্তদের সহায়তা করতে তিনি তার ৮ বছরের ক্যারিয়ারের সব পুরস্কার বিক্রি করে দিয়েছেন। বিক্রয়কৃত অর্থ ৪ লাখ ৩০ হাজার রুপি তিনি তুলে দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করোনা ফান্ডে। বয়স মাত্র ১৫। অথচ ক্যারিয়ার ৮ বছরের। এই সময়ের মধ্যে তিনবার জিতেছে বিশ্ব জুনিয়র গলফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। সব মিলিয়ে ট্রফি জিতেছে ১০২টি। এ ট্রফিগুলোই তিনি ভিন্ন ভিন্ন মানুষের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ মিলিয়ে দান করেছেন মোদি ফান্ডে। এ প্রসঙ্গে অর্জুন বলেন, ‘আপনারা জানেন, দেশ এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। পরিস্থিতি খুবই সংকটময়। আমি দেশবাসীকে আহ্‌বান জানাব, এমন পরিস্থিতিকে সাহায্য করার। গত ৮ বছরে আমি ১০২টি ট্রফি জিতেছি। এগুলো বিক্রি করে ৪ লাখ ৩০ হাজার রুপি পেয়েছি। আমি সেটা ফান্ডে দিয়েছি।’ করোনাভাইরাসে ভারতে আক্রান্ত রোগীর সংখ্যা এখন পর্যন্ত ৫৩৬০ এবং মৃতের সংখ্যা ১৬৪।

সর্বশেষ খবর