শনিবার, ২৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

পিছিয়ে গেল নারী ইউরো চ্যাম্পিয়নশিপও

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাসে এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে অলিম্পিক গেমস, ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা। এবার এক বছর পেছানো হলো নারী ইউরো চ্যাম্পিয়নশিপও। ২০২১ সালে ইংল্যান্ডে শুরু হওয়ার কথা ছিল টুর্নামেন্ট। এখন তা হবে ২০২২ সালের জুলাইয়ে। ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা গতকাল এ সিদ্ধান্ত নিয়েছে। মূলত পুরুষদের ইউরো চ্যাম্পিয়নশিপ পেছানোর কারণে নারী ইউরোও পিছিয়ে দেওয়া হয়েছে। ২০২২ সালের ৬ জুলাই টুর্নামেন্ট শুরু হবে। শেষ হবে ৩১ জুলাই। উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন বলেন, ‘আমরা খুব গুরুত্ব দিয়ে সব অপশন যাচাই করেছি। নারী ইউরো যেন উপভোগ্য ও নিরাপদে হয় সে চিন্তা করেই টুর্নামেন্ট পেছাতে বাধ্য হয়েছি।’

সর্বশেষ খবর