শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

২০২৩ বিশ্বকাপ পর্যন্ত নিউজিল্যান্ডের কোচ স্টিড

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ড ফাইনালে উঠার পরও ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দেন ক্রেইগ ম্যাকমিলান। তিনি এখন বাংলাদেশের ব্যাটিং কনসালটেন্ট। ব্ল্যাক ক্যাপসদের হেড কোচ গ্যারি স্টিড পেয়েছেন উপহার। নিউজিল্যান্ডকে গত বিশ্বকাপে ফাইনালে উঠানোয় সন্তুষ্ট দেশটির ক্রিকেট বোর্ড স্টিডকে ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বাড়িয়েছে। এর ফলে আগামী তিন বছর তিনি কোচ হিসেবে দায়িত্ব পালন করবে কেন উইলিয়ামসন, রস টেলরদের। এই তিন বছরে তিনি দায়িত্ব পালন করবেন ২০২৩ সালের বিশ্বকাপ ও ২০২১ ও ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের।

স্টিডের নিয়োগের বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডে সিইও ডেভিড হোয়াইট বলেন, ‘গত সপ্তাহে সাক্ষাৎকার নেওয়ার পর বোর্ড স্টিডের উপর সন্তুষ্ট হয়ে দায়িত্ব ও মেয়াদ বাড়িয়েছে।’ স্টিড হঠাৎ করে নিউজিল্যান্ড ক্রিকেট দলের দায়িত্ব পান ২০১৮ সালে মাইক হেসনের সরে দাঁড়ানোর পর। তিনি কোচ নিয়োগ পাওয়ার পর নিউজিল্যান্ডের পারফরম্যান্সও ভালো। ১৬ টেস্টের ৯টিতে জিতেছে। টেস্ট র‌্যাঙ্কিংয়ে এখন ২, ওয়ানডেতে ৩ এবং টি-২০তে ৬।

সর্বশেষ খবর