ফুটবলে পেলে-ম্যারাডোনা বিতর্ক বহু দিনের। কিন্তু দুই তারকার পরস্পরের প্রতি ছিল অগাধ শ্রদ্ধা। ম্যারাডোনার চিরবিদায়ে ব্যথিত ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ফুটবলে পেলে যুগের সমাপ্তির পর শুরু হয়েছিল ম্যারাডোনা যুগ। দুজন দুই যুগের হলেও ফুটবলবোদ্ধারা বরাবর দুজনকে এক পাল্লায় মাপতে চেয়েছেন। কখনো পেলে কখনো ম্যারাডোনার নাম এসেছে সর্বকালের সেরা হিসেবে। এমনকি পেলে ও ম্যারাডোনাও নিজেদের শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে সামনে এসেছেন। কিন্তু দুজনের মধ্যে ছিল পরম বন্ধুর সম্পর্ক। আর্জেন্টাইন কিংবদন্তির বিদায়টা তাই অসহনীয় লাগছে পেলের কাছে। ইনস্টাগ্রামে পেলে লিখেছেন ‘অত্যন্ত বেদনাদায়ক খবর। একজন প্রিয় বন্ধুকে হারালাম। অনেক কিছু বলার রয়েছে। কিন্তু এই দুঃসময়ে ঈশ্বর ওর পরিবারকে শক্তি দিন।
আশা করি এক দিন আকাশে ফুটবল খেলব আমরা।’ ম্যারাডোনার স্মৃতিতে ফেসবুক প্রোফাইলটাই বদলে দিয়েছেন পেলে। ইনস্টাগ্রামে ম্যারাডোনার ট্রফি হাতে ছবি পোস্ট করেছেন তিনি। নিজেও খুব একটা ভালো নেই পেলে। মাঝে-মধ্যেই ছুটতে হয় হাসপাতালে। এর মধ্যে ম্যারাডোনার চিরবিচ্ছেদ বড় আঘাত হয়েই দেখা দিয়েছে পেলের জীবনে। পেলের আবেগী স্টেটাসই তার প্রমাণ। আকাশে ম্যারাডোনার সঙ্গে ফুটবল খেলার ইচ্ছা প্রকাশ করে ম্যারাডোনা ভক্তদের হৃদয়ও জিতলেন পেলে।