‘এমন কয়েকজন খেলোয়াড় থাকেন, যাদের জনপ্রিয়তা ছড়িয়ে যায় প্রজন্ম থেকে প্রজন্মে। যারা সব প্রজন্মের কাছে কিংবদন্তি হয়ে ওঠেন। দিয়েগো ম্যারাডোনা এমনই একজন খেলোয়াড় ছিলেন। খেলার মাঠে তার অবিশ্বাস্য প্রতিভা ও ফুটবলের প্রতি তার ভালোবাসার কথা না বললেই নয়। খেলার মাঠে তিনি সবসময় পরিচয় দিয়েছেন বুদ্ধিমত্তার। তার মতো কিংবদন্তি ফুটবলার ছিল বলেই ফুটবল আমাদের এত আনন্দ দেয়। বিদায় দিয়েগো!’