শিরোনাম
শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

মুক্তিযোদ্ধার জন্য জাপানি ফুটবলার কাতোর আকুতি

ক্রীড়া প্রতিবেদক

ফেডারেশন কাপ মাঠে নামতে দুই সপ্তাহও বাকি নেই। ২২ ডিসেম্বর থেকে এ আসর শুরু। স্বাভাবিকভাবে প্রস্তুতিতে ব্যস্ত ক্লাবগুলো। কিন্তু আলোচিত ক্লাব মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র খেলতে পারবে কিনা নিশ্চিত নয়। অর্থ সংকটে তারা নাকি এবার দলই গড়তে পারবে না। এমন অবস্থায় ক্লাবের ফুটবলাররা দুশ্চিন্তায় আছেন। কেননা গতবার পেশাদার লিগ বাতিল হওয়ায় পুরান খেলোয়াড়রা আগের দলে খেলবেন। এখন মুক্তিযোদ্ধা না খেললে তাদের কি হবে? এক মৌসুম বেকার হয়ে বসে থাকতে হবে। জাপানি ফুটবলার ইউসুকে কাতো এ সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। দুই মৌসুম কাতো মুক্তিযোদ্ধায় খেললেও গতবার নাম লেখান শেখ জামালে। আসন্ন মৌসুমে তার মুক্তিযোদ্ধাতে ফিরে আসার কথা। কাতো বলেন, মুক্তিযোদ্ধা না খেললে হয়তো আমি দেশে ফিরে যাব। কিন্তু অন্যদের কী হবে?

সর্বশেষ খবর