শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
আর্চারি

তবুও থামেননি রোমানরা

তবুও থামেননি রোমানরা

গাজীপুর আহসান উল্লাহ স্টেডিয়ামে আর্চারির প্রশিক্ষণ ভেন্যু। এখানেই বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামটি আর্চারদের ভেন্যু হিসেবেই পরিচিত। এখানে আবার প্রথমবারের মতো পেশাদার ফুটবল লিগের আসরও বসছে। এ অবস্থায় অনেকের ধারণা ছিল আর্চারির প্রশিক্ষণ বন্ধ হয়ে যাবে। সমস্যা হচ্ছে ঠিকই, তবুও থেমে থাকেনি রোমান সানারা। সামনে অলিম্পিক, বিশ্বসেরা এ গেমসে বাংলাদেশের একজন আর্চার অংশ নেবেন। পারফরম্যান্সের বিচারে বাছাই করা হবে একজনকে। নভেম্বরে ঢাকাতেই বসবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। নিবিড় প্রশিক্ষণ জরুরি হয়ে পড়েছে। কিন্তু উপায় কি, যেদিন ফুটবল খেলা হয় সেদিন আর্চারদের অলস সময় কাটাতে হয়। রোমানের বক্তব্য আমরা থেমে থাকব না। নিজেদের প্রস্তুতির কাজটি ঠিকই সেরে নেব।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর