রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

‘১৫ কোটি রুপিতে কত ডলার?’

ভিত্তিমূল ছিল ৭৫ লাখ রুপি। অথচ ৬ ফুট ৮ ইঞ্চি দীর্ঘকায় কাইলি জেমিসনকে ১৫ কোটি রুপিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এতো দাম উঠায় বিস্ময়ে চোখ কপালে উঠেছে নিউজিল্যান্ডের এই পেসারের। তিনি প্রথমবারের মতো খেলবেন আইপিএল। তার মূল্য আইপিএলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। বিস্মিত জেমিসন ব্যাঙ্গালুরুর কোচ ব্ল্যাক ক্যাপস সাবেক ফাস্ট বোলার শেন বন্ডের কাছে জানতে চান, ‘১৫ কোটি রুপি নিউজিল্যান্ডের ডলারে কত হয়?’ হিসাব করে পরে জানতে পারেন, ১৫ কোটি রুপিতে পাওয়া যাবে ২৮ লাখ ৬০ হাজার নিউজিল্যান্ড ডলার। ক্যারিয়ারে ২৬ বছর বয়সী তিনি মাত্র ৪টি টি-২০ ম্যাচ খেলেছেন। এতো দাম উঠার পর জেমিসন সবার আগে স্ত্রীকে ফোন করেন, ‘প্রথমে আমার সঙ্গিনী এমাকে ফোন করি। ও ঘুমাচ্ছিল। ঘুম ভাঙিয়ে খবর দেই। তারপর বাবা-মাকে ফোন করে জানাই।’ আইপিএলের চতুর্থ সর্বোচ্চ দামে বিক্রয় হলেও চাপ সামাল দিতে প্রস্তুত জেমিসন, ‘সত্যি বলতে, খুব বেশি বদল হচ্ছে না আমার ভিতর। প্রত্যাশা থাকবে অনেক। ক্যারিয়ারের সব জায়গাতেই চাপ থাকে। আমার নিজের ভিতরের চেয়ে বাইরের চাপ বেশি থাকে। মূল বিষয় হচ্ছে চাপ সামলে আমি কিভাবে দলের কাজে লাগতে পারি।’

সর্বশেষ খবর