রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

শ্রীলঙ্কায় এক ভেন্যুতে বাংলাদেশের দুই টেস্ট

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কায় এক ভেন্যুতে বাংলাদেশের দুই টেস্ট

গত জুলাই-আগস্টে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু করোনাভাইরাস এবং কোয়ারেন্টাইন ইস্যুতে শেষ মুহূর্তে স্থগিত হয় সিরিজটি। দুই দেশের ক্রিকেট বোর্ড আন্তরিক হওয়ায় আগামী এপ্রিল-মে মাসে দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ। টেস্ট দুটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। যদিও ভেন্যুর নাম ও তারিখ ঘোষণা করা হয়নি।

গতকাল বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন আনুষ্ঠানিকভাবে সফরের কথা নিশ্চিত করেছেন, ‘আমাদের সঙ্গে শ্রীলঙ্কা বোর্ডের নিয়মিত যোগাযোগ হচ্ছে। তাতে এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের যে দুটি ম্যাচ বাকি আছে, সেটি চূড়ান্ত হয়েছে। দুটি টেস্ট ম্যাচ এক ভেন্যুতেই হবে। আশা করি এপ্রিলের ১২-১৫ তারিখের মধ্যে যে কোনো একটা সময় বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে যাবে।’ তবে সম্ভাব্য ভেন্যু গল। এপ্রিলের মাঝামাঝি সময়ে শ্রীলঙ্কা যাওয়ার আগে ওই মাসের প্রথম সপ্তাহেই নিউজিল্যান্ড থেকে ফিরবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড সফরে ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলবে টাইগাররা। সিরিজটি খেলতে মঙ্গলবার রাতে যাচ্ছেন তামিমরা।

সর্বশেষ খবর