বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

মাঠে গড়াচ্ছে না আলোচিত সুপার লিগ

ক্রীড়া ডেস্ক

ইউরোপিয়ান সুপার লিগে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের সাজানো ঘর ভেঙে গেল। ফিফা-উয়েফার পাশাপাশি ফুটবলার, কোচ ও সমর্থকদের অব্যাহত প্রতিবাদের মুখে ইংল্যান্ডের ‘বিগ সিক্স’ (লিভারপুল, ম্যানইউ, ম্যানসিটি, আর্সেনাল, চেলসি ও টটেনহ্যাম) নিজেদেরকে সরিয়ে নিয়েছে সুপার লিগ থেকে। বেরিয়ে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ, জুভেন্টাস, এসি মিলান এবং ইন্টার মিলানও।

এক বিজ্ঞপ্তিতে অ্যাটলেটিকো মাদ্রিদ জানিয়েছে, ‘ক্লাবের জন্য ঐক্যবদ্ধ থাকাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোজিব্ল্যাঙ্কো পরিবার যারা গঠন করেছে বিশেষ করে সমর্থকদের নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই।’ লিভারপুলের মালিক সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। ম্যানইউতে ক্ষমতার পালাবদল হতে পারে এই ঘটনায়। সুপার লিগের ঘোষণা আসার পর পরই উয়েফা ও ফিফা এর কঠোর সমালোচনা করে। সাবেক ও বর্তমান ফুটবলার এবং ফুটবল কোচরাও এর প্রতিবাদে মুখর হন। ইংল্যান্ড, ইতালি ও ফ্রান্সের সরকার প্রধানের পাশাপাশি অন্যান্য দেশের সরকার প্রধানরাও সুপার লিগের বিরুদ্ধে আওয়াজ তোলেন। সবদিক বিবেচনায় রেখে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই পেরেজের সাজানো ঘর ভেঙে যায়। রিয়াল মাদ্রিদের সঙ্গে এখনো টিকে আছে কেবল বার্সেলোনা। ১০টি ক্লাব বেরিয়ে যাওয়ায় ধরেই নেওয়া যায়, সুপার লিগ আর আলোর মুখ দেখছে না! তবে বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা জানিয়েছেন, ক্লাবের সদস্যরা এ ব্যাপারে ভোট দিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাতে পারবেন। তারপরও বার্সা চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। লা লিগা প্রেসিডেন্ট টেবাস রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট পেরেজকে সর্বনাশা হিসেবে উল্লেখ করেছেন।

সর্বশেষ খবর