লা-লিগার শিরোপা রেসে ভালোভাবেই টিকে রইল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে দুর্বল গেটাফের সঙ্গে ড্র করে তারা। বুধবার রাতে কাদিজকে ৩-০ গোলে হারিয়ে ৭০ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। অ্যাথলেটিকো মাদ্রিদ ৭৩ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছে। গতকাল তারা ২-০ গোলে পরাজিত করে হুয়েসকাকে। অ্যাওয়ে ম্যাচে ৩০ মিনিটের মাথায় করিম বেনজেমার পেনাল্টি গোলে এগিয়ে যায় রিয়াল। ভিনিয়াস জুনিয়রকে বক্সের মধ্যে ফেলে দিয়েছিলেন প্রতিপক্ষের ইসাক সারসেলেন। গোল পেয়ে উজ্জীবিত হয়ে উঠে জিদানের শিষ্যরা। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রিওজোনা। বেনজামার নিখুঁত ক্রসে হেডে গোলটি হয়। ৪০ মিনিটে কাসিমিরোর ক্রসে নিজের দ্বিতীয় গোলটি করেন ফরাসি তারকা বেনজেমা। লিগে এটি তার ২১ নম্বর গোল।