বুধবার, ২৬ মে, ২০২১ ০০:০০ টা

সাইফুদ্দিনের মাথায় আঘাত, বোলিং করলেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক

সাইফুদ্দিনের মাথায় আঘাত, বোলিং করলেন তাসকিন

প্রথম ম্যাচে ভালো না করায় গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ। তবে সাইফুদ্দিনের ইনজুরি তার সামনে আরও একটি সুযোগ এনে দেয়। বাংলাদেশ ইনিংসের ৪৭তম ওভারে শ্রীলঙ্কান পেসার চামিরার বল সাইফের হেলমেটে লাগে। সেই বলেই রান নেওয়ার চেষ্টা করতে গিয়ে সরাসরি থ্রোতে রানআউট হয়ে সাজঘরে ফেরেন সাইফ। অবশ্য সাজঘরে ফেরার আগে বেশ কিছুক্ষণ উইকেটে বসেছিলেন তিনি। বাংলাদেশ দলের ফিজিও মাঠে গিয়ে পরীক্ষা করেন সাইফকে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয় পর্যবেক্ষণের জন্য। সেখানে পরীক্ষা করে জানা গেছে, তেমন কোনো সমস্যা নেই। বিপদমুক্ত সাইফ।

সাইফের ইনজুরিতে আইসিসির ‘কনকাশন বদলি’ (মস্তিষ্কে আঘাতজনিত চোট) নিয়মের অধীনে ফিল্ডিংয়ের সময় মাঠে নামেন তাসকিন। ২০১৯ সালে নতুন এই আইন করে আইসিসি। এর ফলে ম্যাচ চলাকালীন সময়ে গুরুতর আঘাতপ্রাপ্ত ক্রিকেটারের পরিবর্তে অন্য ক্রিকেটারকে খেলানো যায়। তাসকিন আহমেদ নিজেকে মেলে ধরার আরও     একটি সুযোগ পেয়ে যান আইসিসির এই নিয়মে। তাসকিন ৮ ওভার বোলিং করে মাত্র ২৭ রান দেন। অবশ্য কোনো উইকেট শিকার করতে পারেননি তিনি।

সর্বশেষ খবর