সোমবার, ১৪ জুন, ২০২১ ০০:০০ টা

সিসিডিএমের কাছে মোহামেডানের চিঠি

ক্রীড়া প্রতিবেদক

শুক্রবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান যে আচরণ করেছেন তাতে তার শাস্তিও হয়েছে। লিগের তিন ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ম্যাচ রেফারি সাকিবের বিরুদ্ধে আচরণ বিধি (৩) ভাঙার অভিযোগ এনেছেন। এই রিপোর্টের ওপর ভিত্তি করে শনিবার ডিসিপ্লিনারি কমিটি সাকিবকে শাস্তি দিয়েছে। মোহামেডান তাদের অধিনায়কের শাস্তি মওকুফ করার আবেদন করেনি। তবে সিসিডিএমের কাছে তারা চিঠি দিয়েছে অন্য এক আবেদন করে। ঐতিহ্যবাহী এই ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুম বলেন, ‘আমরা সিসিডিএমের কাছে আবেদন করেছি সাকিবের শাস্তিটা যেন আগামী লিগ থেকে কার্যকর হয়। তিনি বলেন, ‘সাকিববিহীন মোহামেডান গতকাল একটি ম্যাচে অংশ নিয়েছে। এখন তিনি আর দুই ম্যাচ খেলতে পারবেন না। আমার বিশ্বাস মোহামেডানের আবেদনে সিসিডিএম সাড়া দেবে।’

এদিকে আজ বিকালে সাকিব আল হাসানের বিরুদ্ধে আনীত অভিযোগ ও শাস্তি নিয়ে ক্লাব প্রাঙ্গণে সংবাদ সম্মেলন ডেকেছে মোহামেডান।

সর্বশেষ খবর