সোমবার, ২১ জুন, ২০২১ ০০:০০ টা

মেসিদের সামনে প্যারাগুয়ে চ্যালেঞ্জ

ক্রীড়া ডেস্ক

মেসিদের সামনে প্যারাগুয়ে চ্যালেঞ্জ

কোপা আমেরিকায় আবারও মাঠে নামছেন লিওনেল মেসি। কাল ভোরে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এছাড়াও মুখোমুখি হচ্ছে উরুগুয়ে-চিলি। ন্যাশনাল মানে গারিঞ্চা স্টেডিয়ামে প্যারাগুয়েকে হারালেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে মেসিদের। অন্যদিকে চিলির বিপক্ষে হারলে কোয়ার্টার ফাইনালের পথ কঠিন হয়ে যাবে উরুগুয়ের।

প্যারাগুয়ের সঙ্গে আর্জেন্টিনার সাম্প্রতিক রেকর্ড ভালো নয়। গত চার ম্যাচের একটিতেও জয় পায়নি আলবেসিলেস্তরা। ড্র করেছে তিনবার। পরাজিত হয়েছে একবার। গতবার কোপা আমেরিকায় গ্রুপ পর্বের ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল দুই দল। ২০১৫ সালের কোপা আমেরিকায় শেষবার প্যারাগুয়েকে হারিয়েছে আর্জেন্টিনা। প্যারাগুয়ে এর আগে আর্জেন্টিনার বিপক্ষে সর্বোচ্চ টানা ৭ ম্যাচ অপরাজিত ছিল। ১৯৭৭ সালের ৩১ আগস্ট থেকে ১৯৮৯ সালের ১৬ জুলাইয়ের মধ্যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। বহু বছর আগের সেই স্মৃতি কী ফিরিয়ে আনবে প্যারাগুয়ে! অবশ্য তাদের সামনে আছে লিওনেল মেসির চ্যালেঞ্জ।

এবারের কোপা আমেরিকায় লিওনেল মেসি নিজের সবটুকু উজাড় করে দিয়ে খেলছেন। গ্রুপপর্বে উরুগুয়ের বিপক্ষে মেসিই ছিলেন নায়ক। তার ম্যাজিক্যাল ফুটবলের কাছেই পরাজিত হয়েছিলেন লুইস সুয়ারেজ আর এডিনসন কাভানিরা। কোপা আমেরিকায় তিনবার ফাইনাল খেলেও ট্রফিতে চুমু খেতে পারেননি মেসি। এবার কী সেই হতাশা কাটাতেই বদ্ধপরিকর আর্জেন্টাইন তারকা! ফুটবলবোদ্ধারা তাই মনে করছেন। পরের কোপা আমেরিকা ২০২৪ সালে হওয়ার কথা। সে সময় মেসির বয়স হবে ৩৬ বছর। নিজের সেরা ফর্মে এতদিন মেসি থাকবেন কি না বলা কঠিন। এটাই হয়তো মেসির শেষ কোপা আমেরিকা! তবে মেসির মতোই দারুণ খেলছেন নেইমার। ব্রাজিলকে প্রথম দুই ম্যাচে দারুণ জয় উপহার দিয়েছেন। টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা জয়ের পথে ছুটছে সিলেকাওরা। ব্রাজিল পরের ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে বৃহস্পতিবার সকালে।

সর্বশেষ খবর