শুক্রবার, ২৫ জুন, ২০২১ ০০:০০ টা

এ বিজয় নিউজিল্যান্ডের প্রাপ্য ছিল : কোহলি

‘কেন উইলিয়ামসন ও তার দলকে অভিনন্দন। গত তিন দিন চাপের মধ্যেও তারা যে দৃঢ়তা দেখিয়েছে, তাতে এ বিজয় তাদের প্রাপ্য ছিল। আমাদের ৩০-৪০ রান কম হয়েছে।’

ক্রীড়া ডেস্ক

এ বিজয় নিউজিল্যান্ডের প্রাপ্য ছিল : কোহলি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই সেরা দলই মুখোমুখি হয়েছিল। দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন দুই সেরা ব্যাটসম্যান। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারত। প্রজন্মের সেরা ক্রিকেটার বিরাট কোহলি এবারও পারলেন না।

২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেই ভারতের রণভঙ্গ হয়েছিল। তখন অনেকেই বলেছিলেন, সেটা ছিল একটা বড় অঘটন। কিন্ত কেন উইলিয়ামসন যেন এবার প্রমাণ করে দিলেন তারা ভারতের সত্যিই সেরা।

ভারতের অধিনায়ক বিরাট কোহলিও মনে করছেন এই শিরোপা নিউজিল্যান্ডেরই প্রাপ্য ছিল। ভারতের হারে ব্যথিত হলেও কিউইদের অভিনন্দন জানাতে কৃপণতা দেখাননি। কোহলি ম্যাচ শেষে বলেন, ‘কেন উইলিয়ামসন ও তার দলকে অভিনন্দন। গত তিন দিন চাপের মধ্যেও তারা যে দৃঢ়তা দেখিয়েছে, তাতে এ বিজয় তাদের প্রাপ্য ছিল। প্রথম দিন বৃষ্টির কারণে প- হয়ে যাওয়ায়, আমরা খেলার মোমেন্টাম হারিয়ে ফেলি। শেষ দিনে আমাদের ৩০-৪০ রান কম হয়েছে। আমাদের দরকার ছিল পেস-অলরাউন্ডার। এটি একটি দারুণ ম্যাচ ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টই হচ্ছে সেরা ফরম্যাট।’

গত কয়েক বছরে আইসিসির বেশ কয়েকটি টুর্নামেন্টে ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। বার বার হেরে যাওয়ার পরও তারা হতাশ হয়নি। বরং এক একবার হারে

আরও বেশি দৃঢ়বদ্ধ হয়েছে টিম নিউজিল্যান্ড। সাফল্যের রহস্য জানাতে গিয়ে উইলিয়ামসন বলেন, ‘গত কয়েক বছরে আমরা বেশ কয়েকটি ফাইনাল খেলেছি। কিন্তু জিততে পারিনি। তবে আমরা ২২ জন ক্রিকেটার দুই বছরের বেশি সময় থেকে এক সঙ্গেই আছি। এটাও সাফল্যের বড় কারণ।’

সর্বশেষ খবর