বুধবার, ৩০ জুন, ২০২১ ০০:০০ টা

জার্মানিকে কাঁদিয়ে কোয়ার্টারে ইংল্যান্ড

ইংল্যান্ড ২ - ০ জার্মানি

ক্রীড়া ডেস্ক

জার্মানিকে কাঁদিয়ে কোয়ার্টারে ইংল্যান্ড

এবারের ইউরো কাপে একের পর এক নাটক মঞ্চস্থ হচ্ছে। বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। চমক দেখিয়ে টাইব্রেকারে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে বিদায় করে দেয় সুইজারল্যান্ড। ফেবারিট নেদারল্যান্ডসকে বিদায় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে চেক প্রজাতন্ত্র। এবার বিদায়ঘণ্টা বেজে গেল টপ ফেবারিট জার্মানির। জোয়াকিম লোর শিষ্যদের কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল কোচ সাউথগেটের ইংল্যান্ড।

লন্ডনের ওয়েম্বলিতে খেলা। স্বাগতিক হিসেবে উজ্জীবিত ছিল ইংলিশরা। কিন্তু প্রথম হাফে দুই দলই লড়াই করেছে সমানে সমান। বল পজিশনও ছিল ফিফটি-ফিফটি। দ্বিতীয়ার্ধে জার্মানি আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয়। কিন্তু কোনো লাভ হয়নি। উল্টো ম্যাচের ৭৫ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন রহিম স্টারলিং। লুক শো-র ক্রস থেকে গোলটি করতে কোনো সমস্যাই হয়নি স্টারলিংয়ের। খেলার ৮৬ মিনিটে জার্মানির কফিনে শেষ পেরেকটি ঠোকেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। গ্রেলিশের বাড়ানো ক্রসে নিচু হয়ে হেড করে বল পাঠিয়ে দেন জার্মানির জালে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে ৩ জুলাই ইংল্যান্ড মুখোমুখি হবে সুইডেন/ইউক্রেনের বিরুদ্ধে। অন্য তিন কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম-ইতালি, স্পেন-সুইজারল্যান্ড এবং চেক প্রজাতন্ত্র-ডেনমার্ক মুখোমুখি হবে।

সর্বশেষ খবর