সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

তৃতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে সেরা ১৬-তে ফেদেরার

ক্রীড়া ডেস্ক

তৃতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে সেরা ১৬-তে ফেদেরার

আগস্টে ৪০ বছরে পা দিবেন রজার ফেদেরার। বিশ্বের সাবেক এক নম্বর ফেদেরার এখনো খেলছেন। শুধু খেলছেন নয়, র‌্যাকেট হাতে কোর্ট দাবড়ে বেড়াচ্ছেন। পরশু রাতে নকআউট পর্বে উঠে উইম্বলডন টেনিসের রেকর্ড বইয়ে নাম লিখেছেন সুইস খেলোয়াড়। উইম্বলডনের সেন্টার কোর্টের সবুজ ঘাসে স্বাগতিক ইংল্যান্ডের ক্যামেরন নরিকে হারান ৬-৪, ৬-৪, ৫-৭ ও ৬-৪ গেমে। নক আউট পর্বে তিনি খেলবেন ইতালির লরেন্সো সনেগোর বিপক্ষে। ৩৯ বছর ১১ মাস বয়সে টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে নাম লিখেন। ১৯৬৯ সালে ৪১ বছর বয়সী পানচো গনজালেজ এবং ১৯৭৫ সালে ৪০ বছর বয়সী কেন রোজওয়াল তার চেয়ে বেশি বয়সে খেলেছেন। নারী এককের নকআউট পর্বে উঠেছেন র‌্যাঙ্কিংয়ের এক নম্বর অ্যাশলি বার্টি। তিনি হারান চেক রিপাবলিকের কাতারিনা সিনিয়াকোভাকে ৬-৩ ও ৭-৫ গেমে। নকআউটে তার প্রতিপক্ষ বারবোরা ক্রেইচিকোভা। ক্রেইচিকোভা তৃতীয় রাউন্ডে হারান লাটভিয়ার আনাস্তাসিয়া সেভাস্তোভাবুতকে ৭-৬, ৩-৬ ও ৭-৫ গেমে। মেয়েদের শেষ ১৬তে খেলবেন ২০১৮ সালের চ্যাম্পিয়ন আঞ্জেলিক কারবার ও যুক্তরাষ্ট্রের কোকো গাউফ। ছেলেদের সেরা ১৬তে উঠা ড্যানিল মেদভেদেভ হারিয়েছেন ম্যারিন চিলিচকে ৬-৭, ৩-৬, ৬-৩, ৬-৩ ও ৬-২ গেমে এবং আলেক্সান্ডার  জেভরভ ৬-৭, ৬-৪, ৬-৩ ও ৭-৬ গেমে হারিয়েছেন টেইলর ফ্রিটজকে।

সর্বশেষ খবর