সোমবার, ১২ জুলাই, ২০২১ ০০:০০ টা

নিজের শেষ টেস্টে মাহমুদুল্লাহই সেরা

টেস্টকে বিদায়

ক্রীড়া প্রতিবেদক

নিজের শেষ টেস্টে মাহমুদুল্লাহই সেরা

টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর মতো এর চেয়ে ভালো মঞ্চ আর কি হতে পারত? টাইগার টি-২০ অধিনায়ক ৩৫ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ হারারেতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন। ২২০ রানে জয়ী ম্যাচে হার না মানা ১৫০ রানের ইনিংস খেলে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। তার অবসরের ঘোষণা শুরুতে মেনে নিতে পারেনি বিসিবি। গতকাল শেষদিন ম্যাচ শুরুর আগে সতীর্থরা ‘গার্ড অব অনার’ দেন টি-২০ অধিনায়ককে। এছাড়াও সফরের একমাত্র টেস্টটিতে জয় উপহার দিয়েছেন সঙ্গীরা। মাহমুদুল্লাহও তার বিদায়ী টেস্টে দেড়শ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন। ৫০ টেস্ট ক্যারিয়ারে মাহমুদুল্লাহ রান করেন ২৯১৪ এবং সেঞ্চুরি ৫ ও হাফসেঞ্চুরি ১৬। উইকেট নিয়েছেন ৪৩টি। 

হারারেতে প্রথম ইনিংসে বাংলাদেশ যখন বিপর্যয়ে তখনই ব্যাট হাতে নেমে ক্যারিশমা দেখান মাহমুদুল্লাহ। অথচ এই টেস্টে তিনি খেলবেন কিনা আগের দিনও তা নিশ্চিত ছিল না। তামিম ইকবালের জন্য শেষ পর্যন্ত মুহূর্ত অপেক্ষা করেছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু ড্যাসিং ওপেনার সুস্থ হয়ে না ওঠায় বাধ্য হয়েই একাদশে নেওয়া হয় টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহকে। সুযোগ পেয়েই বাজিমাত করে দেন এ অলরাউন্ডার।

সর্বশেষ খবর