শনিবার, ২৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

মিশ্র দলগত ইভেন্টে রোমান-দিয়া

ক্রীড়া প্রতিবেদক

মিশ্র দলগত ইভেন্টে রোমান-দিয়া

শুরু হয়েছে অলিম্পিক গেমস। গতকাল প্রথম দিনেই দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশের আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকী। নিজেদের ব্যক্তিগত ইভেন্টের র‌্যাঙ্কিং রাউন্ডে ৬৪ জনের মধ্যে রোমান সানা ১৭তম ও দিয়া সিদ্দিকী ৩৬তম হয়েছেন। দুজন মিলে স্থান করে নিয়েছেন মিশ্র দলগত ইভেন্টেও।

অলিম্পিক আর্চারিতে র‌্যাঙ্কিং রাউন্ডে রোমান সানা ৬৬২ স্কোর করে ১৭তম স্থান অর্জন করেছেন। তিনি ছেলেদের এককের প্রথম রাউন্ডে মুখোমুখি হবেন গ্রেট ব্রিটেনের টম হলের। অন্যদিকে র‌্যাঙ্কিং রাউন্ডে দিয়া সিদ্দিকী ৬৩৫ স্কোর করে ৩৬ নম্বরে অবস্থান করছেন। মেয়েদের এককের প্রথম রাউন্ডে দিয়া সিদ্দিকি বেলারুশের ক্যারিনা ডিজিওমিনস্কায়ার মুখোমুখি হবেন। র‌্যাঙ্কিং রাউন্ডে রোমান সানা ও দিয়া সিদ্দিকীর মিলিত স্কোর ১২৯৭। কানাডার ক্রিসপিন/স্টেফানি জুটিকে (১২৯৫) মাত্র ২ পয়েন্টের ব্যবধানে হারিয়ে মিশ্র দলগত ইভেন্টের এলিমিনেশন রাউন্ডে স্থান করে নিয়েছে বাংলাদেশ। এলিমিনেশন রাউন্ডে রোমান-দিয়া মুখোমুখি হবেন দক্ষিণ কোরিয়ার কিম জি ডিওক-অ্যান স্যান জুটির। মিশ্র দলগত ইভেন্টের ফাইনাল আজ অনুষ্ঠিত হবে টোকিওর ইয়োমিনোশিমা পার্কে। র‌্যাঙ্কিং রাউন্ডে রোমান সানা ছাড়া দক্ষিণ এশিয়ার আর কোনো দেশের আর্চাররা থাকতে পারেননি সেরা ২০-এর মধ্যে। ভারতের প্রবীণ যাদব ৬৫৬ স্কোর করে হয়েছেন ৩১তম। একই দেশের অতনু দাস ৩৫তম ও তরুণদ্বীপ রায় ৩৭তম হয়েছেন। অলিম্পিক আর্চারিতে ছেলেদের দলগত ও মেয়েদের দলগত ইভেন্টে নেই, তাই বাংলাদেশ অংশ নিচ্ছে না। রোমান সানা ও দিয়া সিদ্দিকী বাংলাদেশের আশা বাড়িয়ে দিয়েছেন অলিম্পিকে।

 

সর্বশেষ খবর