বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

পারবেন কি দিয়া

ক্রীড়া প্রতিবেদক

পারবেন কি দিয়া

মিশ্র দলগত রিকার্ভ ইভেন্টে রোমান সানা-দিয়া সিদ্দিকী বিদায় নিয়েছেন শেষ ষোলো খেলেই। আর্চারির রিকার্ভ এককে আবার শেষ ৩২ থেকেই রোমান আউট। আগে কখনো না হলেও টোকিও অলিম্পিকে পদক জয়ের আশা জেগেছিল আর্চারি ঘিরেই। দুই ইভেন্টে স্বপ্ন আর বাস্তবে রূপ নেয়নি। তবে আশা এখনো শেষ হয়ে যায়নি। আগামীকাল সাঁতার ও ১ আগস্ট অ্যাথলেটিকসে বাংলাদেশ লড়বে। এখানে সম্ভাবনা নেই বলে আজই বাংলাদেশের শেষ সুযোগ বলা যায়। আর শেষ ভরসার নাম দিয়া সিদ্দিকী। নারী রিকার্ভ এককে তিনি ৩২তম রাউন্ডে লড়বেন। প্রতিপক্ষ বেলারুশের ক্যারিনা ডিসিও সিনস্কায়া।

দিয়া ইতিহাস গড়ার পথে হাঁটবেন না স্বপ্ন শেষ হয়ে যাবে সেটাই এখন অপেক্ষা। সত্যি কথা বলতে কি রোমানকে ঘিরেই মূলত বড় আশা ছিল বাংলাদেশের। তিনি আশা জাগিয়েও পারেননি। প্রশ্ন একটাই দিয়া কি পারবেন? পথটা কঠিনই বলা যায়। হিটে তিনি ৩৬তম হলেও ক্যারিনা হয়েছেন ২৯। দিয়া যদি আজ প্রথম ম্যাচে জিতেও যায়, যেতে হবে বহুদূর। শেষ ৩২, ১৬ ও ০৮ অর্থাৎ কোয়ার্টার ফাইনাল পার হলেই তখন পদক জয়ের সম্ভাবনা থাকবে। বিশ্বকাপে ব্রোঞ্জ জেতায় রোমানের আটে ওঠার সামর্থ্য ছিল। কিন্তু ৩২-এ বিদায় নেবে কেউ ভাবেনি। দিয়া জুরিখ বিশ্বকাপে মিশ্র দলগত ইভেন্টে রৌপ্য জিতেছেন। আর এই আত্মবিশ্বাস নিয়েই তিনি ইতিহাসের পথে হাঁটবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর